Ram Mandir: ২২ জানুয়ারি স্কুল-কলেজে ছুটি ঘোষণা, তালিকায় কোন কোন রাজ্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ram Mandir: এই বিশেষ উৎসব সমারোহ উপলক্ষ্যে ২২ জানুয়ারি একাধিক রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
: ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। অযোধ্যায় তাই এখন সাজোসাজো রব, প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশ রামভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে। এই বিশেষ উৎসব সমারোহ উপলক্ষ্যে ২২ জানুয়ারি একাধিক রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
advertisement
স্কুল ছাড়াও অনেক রাজ্য মদের দোকান খোলার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। আসুন দেখে নেওয়া যাক কোন রাজ্যে স্কুল বন্ধ থাকবে।
advertisement
উত্তর প্রদেশউত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ জারি করেছেন। যোগী বলেছিলেন যে ২২ জানুয়ারি স্কুল, কলেজ এবং মদের দোকান বন্ধ থাকবে। এদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না।
advertisement
মধ্যপ্রদেশ:মধ্যপ্রদেশেও স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। যেখানে বলা হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান একটি উৎসবের মতো সারা দেশে পালন করা হবে। মধ্যপ্রদেশে এ দিন মদ ও গাঁজার দোকানও বন্ধ থাকবে।
advertisement
গোয়া: গোয়া সরকার ২২ জানুয়ারি প্রাণ প্রতিস্থা অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী, স্কুল এবং কলেজগুলির জন্য ছুটি ঘোষণা করেছে।
advertisement
ছত্তিশগড়: ছত্তিশগড়েও ২২ জানুয়ারি স্কুল-কলেজ বন্ধ থাকবে। এই রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে।
advertisement