Home » Photo » national » কৃষি বিলের বিরোধিতায় সারারাত ধর্না, সকালে চা খাওয়ালেন সেই ডেপুটি চেয়ারম্যান

কৃষি বিলের বিরোধিতায় সারারাত ধর্না, সকালে চা খাওয়ালেন সেই ডেপুটি চেয়ারম্যান

এদিন সকালে রাজ্য়সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং গান্ধীমূর্তির পাদদেশে বসা এই সাংসদদের সঙ্গে দেখা করতে যান।