Rahul Gandhi: মুচির দোকানে চা, মিষ্টির দোকানে মিষ্টির পরে...এবার ধাবায় হঠাৎ হাজির রাহুল! ১০০ টাকার বিলের বদলে ধরালেন হাজার

Last Updated:
দোকানের মালিক জানান, ইতিমধ্যেই সেখানে রাহুল ও তেজস্বীকে দেখার জন্য লোকজন জড়ো হতে শুরু করে৷ ভিড় জড়ো হয়ে যায় ধাবার সামনে৷
1/5
এমন ঘটনা প্রায়ই ঘটিয়ে থাকেন রাহুল গান্ধি৷ কখনও মাঝরাতে রাস্তা টপকে হাজির হয়ে যান কোনও মিষ্টির দোকানে, জমিয়ে খান মিষ্টি, কখনও কনভয়কে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দুপুর রোদে হঠাৎ গল্প করতে বসে পড়েন এক ছোট্ট জুতোর দোকানের মুচির সঙ্গে, আবার কখনও চড়ে বসেন ফুড ডেলিভারি বয়’দের মোটরবাইকে৷
এমন ঘটনা প্রায়ই ঘটিয়ে থাকেন রাহুল গান্ধি৷ কখনও মাঝরাতে রাস্তা টপকে হাজির হয়ে যান কোনও মিষ্টির দোকানে, জমিয়ে খান মিষ্টি, কখনও কনভয়কে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দুপুর রোদে হঠাৎ গল্প করতে বসে পড়েন এক ছোট্ট জুতোর দোকানের মুচির সঙ্গে, আবার কখনও চড়ে বসেন ফুড ডেলিভারি বয়’দের মোটরবাইকে৷
advertisement
2/5
২৪ অগাস্ট আবারও এমনই এক ঘটনার সাক্ষী থাকল বিহার৷ সামনেই বিহারের বিধানসভা নির্বাচন৷ গত ২৪ অগাস্ট সেখানে মহাজোটের হয়ে ‘ভোটার অধিকার যাত্রা’য় শামিল হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ সেই সময় রোড শো চলাকালীন তিনি পূর্ণিয়ার গড়বানেলিতে একটা ধাবার কাছে থামেন এবং চা খান৷ সঙ্গে খান ম্যাগি, কেনেন কুরকুরেও।
২৪ অগাস্ট আবারও এমনই এক ঘটনার সাক্ষী থাকল বিহার৷ সামনেই বিহারের বিধানসভা নির্বাচন৷ গত ২৪ অগাস্ট সেখানে মহাজোটের হয়ে ‘ভোটার অধিকার যাত্রা’য় শামিল হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ সেই সময় রোড শো চলাকালীন তিনি পূর্ণিয়ার গড়বানেলিতে একটা ধাবার কাছে থামেন এবং চা খান৷ সঙ্গে খান ম্যাগি, কেনেন কুরকুরেও।
advertisement
3/5
গত রবিবার রাহুল গান্ধি তাঁর মহাজোটের সকল নেতা, তেজস্বী যাদব, মুকেশ সাহনি, পাপ্পু যাদব, বীমা ভারতী এবং অন্যান্য বড় নেতাদের সাথে ভোটার অধিকার যাত্রা রোডশোয় যোগ দিয়েছিলেন৷ রোড শো চলাকালীন তিনি পূর্ণিয়া জেলার গড়বানেলিতে জাতীয় সড়কের পাশে একটি ধাবার কাছে থামেন৷ রাহুল ও তেজস্বীকে একসঙ্গে দেখে প্রাথমিক ভাবে অবাক হয়ে যান সেই ধাবার কর্মীরা। এর পর সেখানে চা, ম্যাগি খাওয়ার মধ্য দিয়ে প্রায় আধ ঘণ্টা সেখানে বিশ্রাম নেন রাহুল তেজস্বীরা৷
গত রবিবার রাহুল গান্ধি তাঁর মহাজোটের সকল নেতা, তেজস্বী যাদব, মুকেশ সাহনি, পাপ্পু যাদব, বীমা ভারতী এবং অন্যান্য বড় নেতাদের সাথে ভোটার অধিকার যাত্রা রোডশোয় যোগ দিয়েছিলেন৷ রোড শো চলাকালীন তিনি পূর্ণিয়া জেলার গড়বানেলিতে জাতীয় সড়কের পাশে একটি ধাবার কাছে থামেন৷ রাহুল ও তেজস্বীকে একসঙ্গে দেখে প্রাথমিক ভাবে অবাক হয়ে যান সেই ধাবার কর্মীরা। এর পর সেখানে চা, ম্যাগি খাওয়ার মধ্য দিয়ে প্রায় আধ ঘণ্টা সেখানে বিশ্রাম নেন রাহুল তেজস্বীরা৷
advertisement
4/5
দোকানের মালিক জানান, ইতিমধ্যেই সেখানে রাহুল ও তেজস্বীকে দেখার জন্য লোকজন জড়ো হতে শুরু করে৷ ভিড় জড়ো  হয়ে যায় ধাবার সামনে৷ সেই কারণে, চা জলখাবারের জন্য ১০০ টাকা বিল হলেও রাহুল ধাবার মালিকের হাতে ১০০০ টাকা দিয়ে চলে যান৷ তবে এই বিষয়টি তাঁকে অবাক করেনি...ধাবার মালিক জানিয়েছেন,  তাঁর ভাল লেগেছে অন্য একটি  বিষয়৷
দোকানের মালিক জানান, ইতিমধ্যেই সেখানে রাহুল ও তেজস্বীকে দেখার জন্য লোকজন জড়ো হতে শুরু করে৷ ভিড় জড়ো হয়ে যায় ধাবার সামনে৷ সেই কারণে, চা জলখাবারের জন্য ১০০ টাকা বিল হলেও রাহুল ধাবার মালিকের হাতে ১০০০ টাকা দিয়ে চলে যান৷ তবে এই বিষয়টি তাঁকে অবাক করেনি...ধাবার মালিক জানিয়েছেন, তাঁর ভাল লেগেছে অন্য একটি বিষয়৷
advertisement
5/5
ধাবার মালিক জানান, জীবনে প্রথমবার রাহুল গান্ধির মতো এত বড় মাপের কোনও নেতা তাঁকে নিজে থেকে জড়িয়ে ধরেছেন, তাঁর কাঁধে হাত রেখে কুশল জিজ্ঞাসা করেছেন৷ রাহুল গান্ধির এ হেন ব্যবহারে সেই ধাবার মালিক তো বটেই মুগ্ধ হয়েছেন বলে জানাচ্ছেন উপস্থিত সকল মানুষই৷
ধাবার মালিক জানান, জীবনে প্রথমবার রাহুল গান্ধির মতো এত বড় মাপের কোনও নেতা তাঁকে নিজে থেকে জড়িয়ে ধরেছেন, তাঁর কাঁধে হাত রেখে কুশল জিজ্ঞাসা করেছেন৷ রাহুল গান্ধির এ হেন ব্যবহারে সেই ধাবার মালিক তো বটেই মুগ্ধ হয়েছেন বলে জানাচ্ছেন উপস্থিত সকল মানুষই৷
advertisement
advertisement
advertisement