আচমকা কাদাভর্তি পুকুরে ঝাঁপ রাহুল গান্ধির...! পিছনে কানহাইয়া কুমার, ভোটমুখী বিহারে অভিনব দৃশ্য

Last Updated:
Rahul Gandhi: রবিবার ভোটমুখী বিহারে প্রচারে গিয়ে চমকপ্রদ কাজ করে ফেললেন রাহুল গান্ধি। রীতিমতো জেলেদের সঙ্গে একসঙ্গে কাদাপুকুরে ঝাঁপ দিলেন কংগ্রেস নেতা। জলে নেমে জেলেদের সঙ্গে কথাও বললেন রাহুল। ধরলেন মাছও।
1/5
রবিবার ভোটমুখী বিহারে প্রচারে গিয়ে চমকপ্রদ কাজ করে ফেললেন রাহুল গান্ধি। রীতিমতো জেলেদের সঙ্গে একসঙ্গে কাদাপুকুরে ঝাঁপ দিলেন কংগ্রেস নেতা। জলে নেমে জেলেদের সঙ্গে কথাও বললেন রাহুল। ধরলেন মাছও।
রবিবার ভোটমুখী বিহারে প্রচারে গিয়ে চমকপ্রদ কাজ করে ফেললেন রাহুল গান্ধি। রীতিমতো জেলেদের সঙ্গে একসঙ্গে কাদাপুকুরে ঝাঁপ দিলেন কংগ্রেস নেতা। জলে নেমে জেলেদের সঙ্গে কথাও বললেন রাহুল। ধরলেন মাছও।
advertisement
2/5
এদিন বেগুসরাই জেলায় একটি সমাবেশে ভাষণ দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। প্রাক্তন প্রতিমন্ত্রী মুকেশ সাহনির সঙ্গে কাছেরই একটি পুকুরে গিয়েছিলেন রাহুল। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। সেখানেই জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল। হঠাৎই মাঝ পুকুরে পৌঁছতেই জলে ঝাঁপ দেন তিনি।
এদিন বেগুসরাই জেলায় একটি সমাবেশে ভাষণ দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। প্রাক্তন প্রতিমন্ত্রী মুকেশ সাহনির সঙ্গে কাছেরই একটি পুকুরে গিয়েছিলেন রাহুল। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। সেখানেই জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল। হঠাৎই মাঝ পুকুরে পৌঁছতেই জলে ঝাঁপ দেন তিনি।
advertisement
3/5
পরে মৎস্যজীবীদের সঙ্গে তাঁদের জাল টেনে মাছও ধরতে দেখা যায় কংগ্রেস সাংসদকে। মুকেশ বলেন, ‘‘রাহুল গান্ধির এই পদক্ষেপকে কেবল ভোটপ্রচার বললে ভুল হবে। উনি বিহারের মাটির সঙ্গে সংযোগ স্থাপন করেছেন।’’
পরে মৎস্যজীবীদের সঙ্গে তাঁদের জাল টেনে মাছও ধরতে দেখা যায় কংগ্রেস সাংসদকে। মুকেশ বলেন, ‘‘রাহুল গান্ধির এই পদক্ষেপকে কেবল ভোটপ্রচার বললে ভুল হবে। উনি বিহারের মাটির সঙ্গে সংযোগ স্থাপন করেছেন।’’
advertisement
4/5
রাহুল গান্ধির জেলেদের সঙ্গে মাছ ধরার এই অভিনব ভিডিয়োটি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস। ভিডিয়োর বিবরণীতে লেখা হয়েছে, ‘‘এটা সত্যিকারের পুকুর!’’ এই মন্তব্যে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরোক্ষে কটাক্ষ করেছে কংগ্রেস।
রাহুল গান্ধির জেলেদের সঙ্গে মাছ ধরার এই অভিনব ভিডিয়োটি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস। ভিডিয়োর বিবরণীতে লেখা হয়েছে, ‘‘এটা সত্যিকারের পুকুর!’’ এই মন্তব্যে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরোক্ষে কটাক্ষ করেছে কংগ্রেস।
advertisement
5/5
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির ছটপুজো উপলক্ষে যমুনায় স্নান করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। তার কারণ, মোদির ডুব দেওয়ার জন্য ‘নকল যমুনা’ তৈরি করা হয়েছিল। দিল্লির ‘মজনু কি টিলা’র কাছে বাসুদেব ঘাটে যমুনা নদীর চড়ায় নদীপ্রবাহের পুকুর খুঁড়ে ফেলেছিল দিল্লি সরকার। সেই স্বচ্ছ জলেই ডুব দেওয়ার কথা ছিল মোদির। সে কথা প্রকাশ্যে চলে আসার কারণেই কর্মসূচি বাতিল হয় শেষ মুহূর্তে।
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির ছটপুজো উপলক্ষে যমুনায় স্নান করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। তার কারণ, মোদির ডুব দেওয়ার জন্য ‘নকল যমুনা’ তৈরি করা হয়েছিল। দিল্লির ‘মজনু কি টিলা’র কাছে বাসুদেব ঘাটে যমুনা নদীর চড়ায় নদীপ্রবাহের পুকুর খুঁড়ে ফেলেছিল দিল্লি সরকার। সেই স্বচ্ছ জলেই ডুব দেওয়ার কথা ছিল মোদির। সে কথা প্রকাশ্যে চলে আসার কারণেই কর্মসূচি বাতিল হয় শেষ মুহূর্তে।
advertisement
advertisement
advertisement