আচমকা কাদাভর্তি পুকুরে ঝাঁপ রাহুল গান্ধির...! পিছনে কানহাইয়া কুমার, ভোটমুখী বিহারে অভিনব দৃশ্য
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: রবিবার ভোটমুখী বিহারে প্রচারে গিয়ে চমকপ্রদ কাজ করে ফেললেন রাহুল গান্ধি। রীতিমতো জেলেদের সঙ্গে একসঙ্গে কাদাপুকুরে ঝাঁপ দিলেন কংগ্রেস নেতা। জলে নেমে জেলেদের সঙ্গে কথাও বললেন রাহুল। ধরলেন মাছও।
advertisement
এদিন বেগুসরাই জেলায় একটি সমাবেশে ভাষণ দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। প্রাক্তন প্রতিমন্ত্রী মুকেশ সাহনির সঙ্গে কাছেরই একটি পুকুরে গিয়েছিলেন রাহুল। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। সেখানেই জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল। হঠাৎই মাঝ পুকুরে পৌঁছতেই জলে ঝাঁপ দেন তিনি।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির ছটপুজো উপলক্ষে যমুনায় স্নান করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। তার কারণ, মোদির ডুব দেওয়ার জন্য ‘নকল যমুনা’ তৈরি করা হয়েছিল। দিল্লির ‘মজনু কি টিলা’র কাছে বাসুদেব ঘাটে যমুনা নদীর চড়ায় নদীপ্রবাহের পুকুর খুঁড়ে ফেলেছিল দিল্লি সরকার। সেই স্বচ্ছ জলেই ডুব দেওয়ার কথা ছিল মোদির। সে কথা প্রকাশ্যে চলে আসার কারণেই কর্মসূচি বাতিল হয় শেষ মুহূর্তে।
