সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ভীম, ১,৩০০ কিলো ওজন মাসের খোরাক ১ লক্ষ টাকারও বেশি

Last Updated:
বিদেশিদের কাছ গুরুত্বর সঙ্গে বাড়ছে ভীমের জনপ্রিয়তা
1/6
একটি মাত্র মোষ তারও আবার দাম শনুলে কপালে উঠবে চোখ ! তবুও সেই মোষকে বেচে দেয়না মালিক ৷ এই মোষের নাম ভীম বয়স ৬ বছর ২ মাস ৷ বর্তমানে ভীমের ওজন ১,৩০০ কেজি, প্রায় ছয় ফুট উচ্চতা সম্পন্ন ৷
একটি মাত্র মোষ তারও আবার দাম শনুলে কপালে উঠবে চোখ ! তবুও সেই মোষকে বেচে দেয়না মালিক ৷ এই মোষের নাম ভীম বয়স ৬ বছর ২ মাস ৷ বর্তমানে ভীমের ওজন ১,৩০০ কেজি, প্রায় ছয় ফুট উচ্চতা সম্পন্ন ৷
advertisement
2/6
এগ্রো টেক কৃষক মেলায যুবরাজের মোষ বর্তমানে খবরের শিরোনামে ৷ ভীমের প্রতি মাসের মোট খোরাকই সবার কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ ভীম এতটাই পরিচিত এলাকায় যে যিনি দেখতে আসেন তিনিই সেল্ফি নিয়ে যান ৷
এগ্রো টেক কৃষক মেলায যুবরাজের মোষ বর্তমানে খবরের শিরোনামে ৷ ভীমের প্রতি মাসের মোট খোরাকই সবার কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ ভীম এতটাই পরিচিত এলাকায় যে যিনি দেখতে আসেন তিনিই সেল্ফি নিয়ে যান ৷
advertisement
3/6
প্রতিদিন ভীম এক কিলো গাওয়া ঘিয়ের খাবার, কাজু বাদাম, শুকনো ঘাস, ভুট্টা ইত্যাদি খায় ৷ এই নিয়ে প্রতি মাস প্রায় এক লক্ষ টাকা খরচ হয় ৷ ভীমের খাবারের এক বিশেষত্ব হল ভীম কখনই বাসি খাবার খায়না ৷
প্রতিদিন ভীম এক কিলো গাওয়া ঘিয়ের খাবার, কাজু বাদাম, শুকনো ঘাস, ভুট্টা ইত্যাদি খায় ৷ এই নিয়ে প্রতি মাস প্রায় এক লক্ষ টাকা খরচ হয় ৷ ভীমের খাবারের এক বিশেষত্ব হল ভীম কখনই বাসি খাবার খায়না ৷
advertisement
4/6
ভীমের খ্যাতি শুনে দেশ-বিদেশ থেকে বিভিন্ন মানুষেরা দেখা করতে আসেন এবং ভীম সংক্রান্ত বিস্তারিত বিষয় জানতে চান ৷ বহু মানুষ এমন আছেন যাঁরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পশুটিকে ভালবেসে দেখা করতে আসেন ৷
ভীমের খ্যাতি শুনে দেশ-বিদেশ থেকে বিভিন্ন মানুষেরা দেখা করতে আসেন এবং ভীম সংক্রান্ত বিস্তারিত বিষয় জানতে চান ৷ বহু মানুষ এমন আছেন যাঁরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পশুটিকে ভালবেসে দেখা করতে আসেন ৷
advertisement
5/6
ভীমের দেখাশোনা করতে ১০ সদস্যের এক দল রয়েছে ৷ এই দলে চিকিৎসকেরাও রয়েছেন ৷ একদিন সরষের তেল মালিশ করতে হয় ৷ প্রতিদিন ৬ কিমির হাঁটাচলা করায় ৷
ভীমের দেখাশোনা করতে ১০ সদস্যের এক দল রয়েছে ৷ এই দলে চিকিৎসকেরাও রয়েছেন ৷ একদিন সরষের তেল মালিশ করতে হয় ৷ প্রতিদিন ৬ কিমির হাঁটাচলা করায় ৷
advertisement
6/6
আপাতত এই সমস্ত কিছু নিয়ে যাবতীয় চর্চায় ভীম ৷
আপাতত এই সমস্ত কিছু নিয়ে যাবতীয় চর্চায় ভীম ৷
advertisement
advertisement
advertisement