Pune News: ফ্ল্যাটের মেঝেতে পড়ে মহিলা...সেলফি তুলল ডেলিভারি বয়, লিখল ‘আবার আসব’! পুণেতে হাড়হিম করা ঘটনা, আতঙ্ক

Last Updated:
বছর পঁচিশের এক মহিলা দরজা খোলেন, ডেলিভারি আছে শুনে অবাক হন৷ কারণ, তাঁরা কিছু তো অর্ডার দেননি এর মধ্যে৷ কিন্তু, ওই তরুণ জোরের সঙ্গে বলেন, এটা তাদেরই ডেলিভারি, শুধু সই করে রিসিভ করতে হবে৷ Generated image
1/9
মহারাষ্ট্রে পুণের অভিজাত আবাসন৷ সেখানেও নিরাপদ নন কোনও মহিলা! এমনটা মনে হয় স্বপ্নেও কেউ ভাবতে পারেনি৷ পুণের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা৷ Generated image
মহারাষ্ট্রে পুণের অভিজাত আবাসন৷ সেখানেও নিরাপদ নন কোনও মহিলা! এমনটা মনে হয় স্বপ্নেও কেউ ভাবতে পারেনি৷ পুণের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা৷ Generated image
advertisement
2/9
ঘটনাটি ঘটেছে পুণে্র কোনধাওয়া এলাকার একটি আবাসনে৷ আবাসনে ক্যুরিয়ার দিতে ঢুকেছিল একটি ছেলে৷ তারপর, সে যা ঘটিয়েছে, তা অবিশ্বাস্য৷
ঘটনাটি ঘটেছে পুণে্র কোনধাওয়া এলাকার একটি আবাসনে৷ আবাসনে ক্যুরিয়ার দিতে ঢুকেছিল একটি ছেলে৷ তারপর, সে যা ঘটিয়েছে, তা অবিশ্বাস্য৷ Generated image
advertisement
3/9
গত বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ওই ডেলিভারি বয় ওই আবাসনে ঢোকেন৷ পৌঁছন এক ফ্ল্যাটের সামনে৷ বেল বাজান৷ Generated image
গত বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ওই ডেলিভারি বয় ওই আবাসনে ঢোকেন৷ পৌঁছন এক ফ্ল্যাটের সামনে৷ বেল বাজান৷ Generated image
advertisement
4/9
বছর পঁচিশের এক মহিলা দরজা খোলেন, ডেলিভারি আছে শুনে অবাক হন৷ কারণ, তাঁরা কিছু তো অর্ডার দেননি এর মধ্যে৷ কিন্তু, ওই তরুণ জোরের সঙ্গে বলেন, এটা তাদেরই ডেলিভারি, শুধু সই করে রিসিভ করতে হবে৷ Generated image
বছর পঁচিশের এক মহিলা দরজা খোলেন, ডেলিভারি আছে শুনে অবাক হন৷ কারণ, তাঁরা কিছু তো অর্ডার দেননি এর মধ্যে৷ কিন্তু, ওই তরুণ জোরের সঙ্গে বলেন, এটা তাদেরই ডেলিভারি, শুধু সই করে রিসিভ করতে হবে৷ Generated image
advertisement
5/9
মহিলা অবাক হয়ে দরজা খোলা রেখেই ফ্ল্যাটের ভিতরে পেন আনতে যান৷ অভিযোগ, এর মধ্যেই ফ্ল্যাটের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ওই ডেলিভারি বয়৷ পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে মহিলার উপরে৷ Generated image
মহিলা অবাক হয়ে দরজা খোলা রেখেই ফ্ল্যাটের ভিতরে পেন আনতে যান৷ অভিযোগ, এর মধ্যেই ফ্ল্যাটের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ওই ডেলিভারি বয়৷ পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে মহিলার উপরে৷ Generated image
advertisement
6/9
মহিলার মুখে কিছু একটা তরল স্প্রে করে দেয় সে৷ মহিলা অজ্ঞান হয়ে যেতেই চলে ধর্ষণ৷ Generated image
মহিলার মুখে কিছু একটা তরল স্প্রে করে দেয় সে৷ মহিলা অজ্ঞান হয়ে যেতেই চলে ধর্ষণ৷ Generated image
advertisement
7/9
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সাহস এমন মহিলাকে ধর্ষণ করার পরে ওই মহিলারই ফোনে একটা সেলফি তোলে সে৷ ফোনেই লিখে রাখে হাড়হিম করা ম্যাসেজ, ‘আবার আসব!’ Generated image
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সাহস এমন মহিলাকে ধর্ষণ করার পরে ওই মহিলারই ফোনে একটা সেলফি তোলে সে৷ ফোনেই লিখে রাখে হাড়হিম করা ম্যাসেজ, ‘আবার আসব!’ Generated image
advertisement
8/9
পুলিশ জানিয়েছে, বুধবারের ঘটনার পর থেকে এখনও জ্ঞান ফেরেনি ওই মহিলার৷ মহিলার মুখে কোন তরল স্প্রে করা হয়েছে তার ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে৷ মামলা দায়ের কর চলছে তদন্ত৷ Generated image
পুলিশ জানিয়েছে, বুধবারের ঘটনার পর থেকে এখনও জ্ঞান ফেরেনি ওই মহিলার৷ মহিলার মুখে কোন তরল স্প্রে করা হয়েছে তার ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে৷ মামলা দায়ের কর চলছে তদন্ত৷ Generated image
advertisement
9/9
পুণের জোন ৫ সিটির ডিসিপি রাজকুমার শিন্ডে জানিয়েছেন যে, সন্ধ্যা ৭:৩০ টা থেকে মহিলাটি অজ্ঞান রয়েছেন।
পুণের জোন ৫ সিটির ডিসিপি রাজকুমার শিন্ডে জানিয়েছেন যে, সন্ধ্যা ৭:৩০ টা থেকে মহিলাটি অজ্ঞান রয়েছেন। "পুণে শহরের কোন্ধোয়া থানায়, বিএনএস ধারা ৬৪, ৭৭ এবং ৩৫১(২) এর অধীনে একটি অপরাধ নথিভুক্ত করা হয়েছে। গতকাল, সন্ধ্যা ৭:৩০ টার দিকে, একজন ডেলিভারি বয় একটি ব্যাঙ্কের খাম হাতে এক মহিলার ফ্ল্যাটে ঢোকে। যখন ওই মহিলা কুরিয়ারের পিন আনতে তার ঘরে ঢোকেন ফোন দেখতে, তখন ডেলিভারি বয় ফ্ল্যাটে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় (এবং তাকে ধর্ষণ করেন)... মোট ১০টি দল, অপরাধ শাখার পাঁচটি এবং পাঁচটি জোনাল দল, মামলাটি তদন্ত করছে... মহিলাটি সন্ধ্যা ৭:৩০ টার পর থেকে অজ্ঞান রয়েছেন। ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছিল (তার গায়ে কিছু স্প্রে করা হয়েছে কি না) তা পরীক্ষা করার জন্য। মহিলার ফোনে একটি সেলফি পাওয়া গেছে। আমরা এটি বিশ্লেষণ করছি," শিন্ডে বলেন। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ generated image
advertisement
advertisement
advertisement