#PulwamaTerrorAttack: ছেলের বউ সব টাকা নিয়ে চলে গেছে, চোখের জল ফেলতে ফেলতে দারিদ্র্যের সঙ্গে লড়ছেন শহিদের মা-বাবা

Last Updated:
পুলওয়ামা জঙ্গি হামলার এক বছর হতে চলল , কেমন আছে শহীদদের পরিবার, জেনে নিন
1/7
১৪ ফেব্রুয়ারি ২০১৯ ৷ শহিদের রক্তে রাঙা হয়েছিল কাশ্মীর ৷ কনভয়ের মধ্যে থেকে ৪০ জন জওয়ানের একটি গাড়িতে ধাক্কা মেরেছিল বিস্ফোরক বোঝাই ট্রাক ৷ তারপর ক্যালেন্ডার একটা বছর প্রায় পেরিয়ে এসেছে ৷ কেমন আছেন শহিদদের পরিবার ৷ খোঁজ নিতে গিয়ে উঠে এল এক করুণ কাহিনী ৷ Photo- File
১৪ ফেব্রুয়ারি ২০১৯ ৷ শহিদের রক্তে রাঙা হয়েছিল কাশ্মীর ৷ কনভয়ের মধ্যে থেকে ৪০ জন জওয়ানের একটি গাড়িতে ধাক্কা মেরেছিল বিস্ফোরক বোঝাই ট্রাক ৷ তারপর ক্যালেন্ডার একটা বছর প্রায় পেরিয়ে এসেছে ৷ কেমন আছেন শহিদদের পরিবার ৷ খোঁজ নিতে গিয়ে উঠে এল এক করুণ কাহিনী ৷ Photo- File
advertisement
2/7
পুলওয়ামা জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন কনস্টেববল মনোজ কুমার বেহরা ৷ ওড়িশার কটকের রতনপুর এলাকার বাসিন্দা তিনি ৷ তাঁর বাবা -মা এখন চরম দুঃখে দিন কাটাচ্ছেন ৷ Photo- File
পুলওয়ামা জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন কনস্টেববল মনোজ কুমার বেহরা ৷ ওড়িশার কটকের রতনপুর এলাকার বাসিন্দা তিনি ৷ তাঁর বাবা -মা এখন চরম দুঃখে দিন কাটাচ্ছেন ৷ Photo- File
advertisement
3/7
কোনও মৃত্যুরও কোনও টাকার অর্থে প্রতিদান হয় না ৷ তবুও সন্তানের মৃত্যুর দুঃখের সঙ্গে সঙ্গে এখন মনোজের বাবা-মাকে লড়তে হচ্ছে দারিদ্র্যের সঙ্গে ৷ কারণ তাঁদের পুত্রবধূ কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া সমস্ত আর্থিক অনুদান পাওয়ার পরই শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে ৷ Photo- File
কোনও মৃত্যুরও কোনও টাকার অর্থে প্রতিদান হয় না ৷ তবুও সন্তানের মৃত্যুর দুঃখের সঙ্গে সঙ্গে এখন মনোজের বাবা-মাকে লড়তে হচ্ছে দারিদ্র্যের সঙ্গে ৷ কারণ তাঁদের পুত্রবধূ কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া সমস্ত আর্থিক অনুদান পাওয়ার পরই শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে ৷ Photo- File
advertisement
4/7
পুলওয়ামার জঙ্গে হানায় নিহতদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছিল ৷ এছাড়াও ওড়িশা সরকারের পক্ষ থেকেও ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছিল মনোজ বেহরার পরিবারকে ৷ কোনও মৃত্যুরও কোনও টাকার অর্থে প্রতিদান হয় না ৷ তবুও সন্তানের মৃত্যুর দুঃখের সঙ্গে সঙ্গে এখন মনোজের বাবা-মাকে লড়তে হচ্ছে দারিদ্র্যের সঙ্গে ৷ কারণ তাঁদের পুত্রবধূ কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া সমস্ত আর্থিক অনুদান পাওয়ার পরই শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে ৷ Photo- File
পুলওয়ামার জঙ্গে হানায় নিহতদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছিল ৷ এছাড়াও ওড়িশা সরকারের পক্ষ থেকেও ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছিল মনোজ বেহরার পরিবারকে ৷ কোনও মৃত্যুরও কোনও টাকার অর্থে প্রতিদান হয় না ৷ তবুও সন্তানের মৃত্যুর দুঃখের সঙ্গে সঙ্গে এখন মনোজের বাবা-মাকে লড়তে হচ্ছে দারিদ্র্যের সঙ্গে ৷ কারণ তাঁদের পুত্রবধূ কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া সমস্ত আর্থিক অনুদান পাওয়ার পরই শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে ৷ Photo- File
advertisement
5/7
এই পুরো অনুদানই পাওয়ার কথা স্বীকার করেছেন ইল্লিলিলাতে বেহরা ৷ তাঁকে চাকরিও দেওয়ার কথা বলা হয়েছিল ৷ কিন্তু সন্তান ছোট হওয়ায় তিনি এখনই চাকরি নেননি ৷ সন্তানের পাঁচ বছর বয়সে চাকরি নেবেন তিনি এমনটাই জানিয়েছেন ৷ ফলে আরও বছর তিনেক বাদে তিনি চাকরি করবেন ৷ Photo- File
এই পুরো অনুদানই পাওয়ার কথা স্বীকার করেছেন ইল্লিলিলাতে বেহরা ৷ তাঁকে চাকরিও দেওয়ার কথা বলা হয়েছিল ৷ কিন্তু সন্তান ছোট হওয়ায় তিনি এখনই চাকরি নেননি ৷ সন্তানের পাঁচ বছর বয়সে চাকরি নেবেন তিনি এমনটাই জানিয়েছেন ৷ ফলে আরও বছর তিনেক বাদে তিনি চাকরি করবেন ৷ Photo- File
advertisement
6/7
শহিদ জওয়ানের স্ত্রী ৫১ লক্ষ টাকার অনুদান পাওয়ার পর আর শ্বশুরবাড়িতে থাকেন না ৷ আর শহিদের মৃত্যুর পুরো টাকা নিহতের স্ত্রীর অ্যাকাউন্টে পরায় এখন মনোজের বাবা-মা আর্থিক ভাবেও বিপন্ন ৷ Photo- File
শহিদ জওয়ানের স্ত্রী ৫১ লক্ষ টাকার অনুদান পাওয়ার পর আর শ্বশুরবাড়িতে থাকেন না ৷ আর শহিদের মৃত্যুর পুরো টাকা নিহতের স্ত্রীর অ্যাকাউন্টে পরায় এখন মনোজের বাবা-মা আর্থিক ভাবেও বিপন্ন ৷ Photo- File
advertisement
7/7
মনোজই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তাই তাঁর বাবা মা এখন অসহায় এই বৃদ্ধবয়সে ৷ টাকা এভাবে একহাতে দেওয়ায় গোটা গ্রামের মানুষও সরব মনোজের বাবা-মায়ের সঙ্গে হওয়া অনায্য ব্যবহার নিয়ে ৷ Photo- File
মনোজই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তাই তাঁর বাবা মা এখন অসহায় এই বৃদ্ধবয়সে ৷ টাকা এভাবে একহাতে দেওয়ায় গোটা গ্রামের মানুষও সরব মনোজের বাবা-মায়ের সঙ্গে হওয়া অনায্য ব্যবহার নিয়ে ৷ Photo- File
advertisement
advertisement
advertisement