বেনজির এই তাণ্ডবের পিছনে আন্দোলনকারী কৃষকরাই শুধু রয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও শক্তির উস্কানি রয়েছে, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়৷ কারণ ইতিমধ্যেই কৃষক নেতারাও এই জঙ্গি আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিতে শুরু করেছেন৷ খোদ সর্বভারতীয় কৃষক সভার নেতা হান্নান মোল্লাই এই ঘটনার পিছনে চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেছেন৷ Photo-ANI
এ দিন দিল্লিতে আগে থেকেই ট্র্যাক্টর মিছিল করার কথা ছিল কৃষকদের৷ কিন্তু পুলিশের সঙ্গে আলোচনার পর পূর্ব নির্ধারিত রুট থেকে সরে এসে রাজধানীর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে শয়ে শয়ে ট্র্যাক্টর৷ লাল কেল্লার দিকে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারী কৃষকরা৷ পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ৷ ট্র্যাক্টর উল্টে মৃত্যু হয় এক কৃষকের৷Photo-ANI
এতদিন শান্তিপূর্ণ আন্দোলনই করছিলেন কৃষকরা৷ কিন্তু এ দিন কৃষক আন্দোলনের নামে রীতিমতো তাণ্ডব চলে রাজধানীর বুকে৷ পুলিশ বাধা দিলে তরোয়াল নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে৷ পুলিশের ব্যারিকেড ভাঙার পাশাপাশি একের পর এক বাসে ভাঙচুর চালানো হয়৷ শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা লাল কেল্লায় ঢুকে পড়েন৷
Photo-PTI