উত্তরপ্রদেশে আমেঠিতে নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কা গান্ধি। এদিন তাঁকে দেখা যায় রাজপথে নেমে জনসাধারণের সঙ্গে কথা বলতে
2/ 6
আমেঠির সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন প্রিয়াঙ্কা
3/ 6
গতকাল ভোটপ্রচারে প্রিয়ঙ্কা অভিযোগ করেন, জুতো বিলি করে অমেঠিবাসীর অপমান করছেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রীর পালটা কটাক্ষ, নাটক করছেন প্রিয়াঙ্কাই।
4/ 6
আনুষ্ঠানিকভাবে তিনি পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বাজারে গুঞ্জন, বারাণসী থেকে নাকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটে লড়তেও পারেন। সেসবের মাঝে দাদা রাহুল গান্ধির কেন্দ্রেও চষে বেরাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা।
5/ 6
সোমবার মা সোনিয়া গান্ধিকে সঙ্গে নিয়েই অমেঠিতে প্রচার চালান তিনি। ভোটপ্রচারে দাদার প্রধান প্রতিপক্ষ স্মৃতি ইরানিকে নিশানা করলেন প্রিয়াঙ্কা।