যোগী আদিত্যনাথও জানিয়েছেন, ১৯ বছর বয়সি ওই যুবতীকে যাঁরা নৃশংস নির্যাতন করেছে, তাদের
রেয়াত করা হবে না৷ ট্যুইটারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ঘটনার তদন্তে তিন সদস্যের
একটি বিশেষ দল গঠন করা হয়েছে৷ সাতদিনের মধ্যে এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে৷ দ্রুত
মামলার নিষ্পত্তি করতে ফাস্ট ট্র্যাক আদালতে মামলার বিচার হবে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের
মুখ্যমন্ত্রী৷ Photo-File
গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীর বাড়ির কাছেই চারজন মিলে তাঁকে গণধর্ষণ ও
ভয়ঙ্কর অত্যাচার করে৷ ঘটনার প্রায় দু' সপ্তাহ পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর
মৃত্যু হয়৷ এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়৷ হাতরসের ঘটনা অনেককেই ২০১২ সালে দিল্লিতে
নির্ভয়া গণধর্ষণ ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে৷প্রতীকী ছবি