Prashant Kishor: বিহারে ভোট ঘোষণা হতেই সবচেয়ে বড় চমক দিলেন প্রশান্ত কিশোর! ঘোষণা 'সুপার 51'-এর! বিহারে এবার ম্যাজিক দেখাবেন পিকে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: ভোটমুখী বিহারে প্রথম ৫১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। তালিকায় কার কার নাম?
advertisement
advertisement
advertisement
advertisement
জন সুরজ পার্টির বিশিষ্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন জনপ্রিয় ভোজপুরি গায়ক রীতেশরঞ্জন পান্ডে। তিনি রোহতাস জেলার কারগাহর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তালিকায় রয়েছেন, পরিচিত কয়েক জন চিকিৎসক, আইনজীবী এমনকি, প্রাক্তন আমলাও। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি প্রীতি কিন্নর ভোটে লড়বেন গোপালগঞ্জের ভোরে আসন থেকে।
advertisement
অন্যান্য প্রার্থীরা হলেন ওয়াই ভি গিরি (মাঞ্জি), ডক্টর অমিত কুমার দাস (মুজাফফরপুর), ডাঃ শশী শেখর সিনহা (গোপালগঞ্জ), ড্রিগ নারায়ণ নিষাদ (বাল্মিকি নগর), সুনীল কুমার (লৌরিয়া), অবধেশ রাম (হরসিদ্ধিএসসি), ডাঃ লাল ব্বাউ প্রসাদ (ঢাকা), ঊষারন কুমার (ঢাকা), সৌরন কুমার (ঢাকা), সৌরন কুমার (ঢাকা)। মোঃ পারভেজ আলম (বেনিপট্টি), রাম পারভেশ কুমার যাদব (নির্মালি), রাঘিব বাবলু (সিকতি), আবু আফফান ফারুক (কোচাধামন), আফরোজ আলম (আমোর), মোঃ শাহনওয়াজ আলম (বাইসি), কুণাল নিষাদ (প্রাণপুর) এবং কিশোর কুমার (সহরসহ)।
advertisement
advertisement