Prashant Kishor: প্রশান্ত কিশোরকে তো সবাই চেনে...কিন্তু তাঁর স্ত্রী কী করেন কেউ কি জানেন? বিহার ভোটের আগে প্রকাশ্যে তাঁর পরিচয়

Last Updated:
কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের পরনের টি-শার্ট এবং জুতোর দাম নিয়ে শোরগোল উঠেছিল৷ রাজনৈতিক কুশলী হলেও প্রশান্ত কিশোরের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানেন না৷ যেমন, তাঁর স্ত্রীয়ের নাম কী, তিনি কী করেন, তাঁদের কোনও সন্তান আছেন কি না৷
1/6
সামনেই বিহার নির্বাচন৷ আর তা নিয়েই প্রচারে প্রস্তুতিতে চূড়ান্ত ব্যস্ত বিহারের রাজনৈতিক দলগুলি৷ এই নির্বাচনেই প্রথম বার নিজের গড়া দল জন সুরজ পার্টি নিয়ে ভোট ময়দানে সরাসরি নামছেন পূর্বতন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ আর প্রশান্ত কিশোর ওরফে পিকে-কে নিয়ে জন সাধারণের মধ্যে কৌতুহলও রয়েছে বেশ৷
সামনেই বিহার নির্বাচন৷ আর তা নিয়েই প্রচারে প্রস্তুতিতে চূড়ান্ত ব্যস্ত বিহারের রাজনৈতিক দলগুলি৷ এই নির্বাচনেই প্রথম বার নিজের গড়া দল জন সুরজ পার্টি নিয়ে ভোট ময়দানে সরাসরি নামছেন পূর্বতন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ আর প্রশান্ত কিশোর ওরফে পিকে-কে নিয়ে জন সাধারণের মধ্যে কৌতুহলও রয়েছে বেশ৷
advertisement
2/6
কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের পরনের টি-শার্ট এবং জুতোর দাম নিয়ে শোরগোল উঠেছিল৷ রাজনৈতিক কুশলী হলেও প্রশান্ত কিশোরের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানেন না৷ যেমন, তাঁর স্ত্রীয়ের নাম কী, তিনি কী করেন, তাঁদের কোনও সন্তান আছেন কি না৷
কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের পরনের টি-শার্ট এবং জুতোর দাম নিয়ে শোরগোল উঠেছিল৷ রাজনৈতিক কুশলী হলেও প্রশান্ত কিশোরের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানেন না৷ যেমন, তাঁর স্ত্রীয়ের নাম কী, তিনি কী করেন, তাঁদের কোনও সন্তান আছেন কি না৷
advertisement
3/6
কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের পরনের টি-শার্ট এবং জুতোর দাম নিয়ে শোরগোল উঠেছিল৷ রাজনৈতিক কুশলী হলেও প্রশান্ত কিশোরের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানেন না৷ যেমন, তাঁর স্ত্রীয়ের নাম কী, তিনি কী করেন, তাঁদের কোনও সন্তান আছেন কি না৷
কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের পরনের টি-শার্ট এবং জুতোর দাম নিয়ে শোরগোল উঠেছিল৷ রাজনৈতিক কুশলী হলেও প্রশান্ত কিশোরের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানেন না৷ যেমন, তাঁর স্ত্রীয়ের নাম কী, তিনি কী করেন, তাঁদের কোনও সন্তান আছেন কি না৷
advertisement
4/6
পি কে-র স্ত্রী কী করেন?পি কে-র স্ত্রী জাহ্নবী দাস পেশায় একজন চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসার পেশায় নিয়োজিত ছিলেন এবং বেশ কিছু স্বাস্থ্য কর্মসূচির অংশ ছিলেন। প্রশান্ত কিশোর যখন রাষ্ট্রপুঞ্জের একটি স্বাস্থ্য কর্মসূচির সাথে যুক্ত ছিলেন, তখন জাহ্নবীর সাথে তাঁর প্রথম দেখা হয়। তাঁদের কথাবার্তা এগোয় এবং ক্রমে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। পরে তাঁর বিয়ে হয়। বর্তমানে, জাহ্নবী দাস তাঁর পেশা ছেড়ে দিয়ে পি কে-র পরিবারের দেখাশোনা করছেন। পি কে এবং জাহ্নবীর একটি ছেলে আছে , সে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।
পি কে-র স্ত্রী কী করেন?
পি কে-র স্ত্রী জাহ্নবী দাস পেশায় একজন চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসার পেশায় নিয়োজিত ছিলেন এবং বেশ কিছু স্বাস্থ্য কর্মসূচির অংশ ছিলেন। প্রশান্ত কিশোর যখন রাষ্ট্রপুঞ্জের একটি স্বাস্থ্য কর্মসূচির সাথে যুক্ত ছিলেন, তখন জাহ্নবীর সাথে তাঁর প্রথম দেখা হয়। তাঁদের কথাবার্তা এগোয় এবং ক্রমে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। পরে তাঁর বিয়ে হয়। বর্তমানে, জাহ্নবী দাস তাঁর পেশা ছেড়ে দিয়ে পি কে-র পরিবারের দেখাশোনা করছেন। পি কে এবং জাহ্নবীর একটি ছেলে আছে , সে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।
advertisement
5/6
এক সাক্ষাৎকারে পি কে তাঁর স্ত্রীকে খুবই বুদ্ধিমতী এবং সাপোর্টিভ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন,
এক সাক্ষাৎকারে পি কে তাঁর স্ত্রীকে খুবই বুদ্ধিমতী এবং সাপোর্টিভ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, "আমি একজন কঠোর পরিশ্রমী, আর আমার স্ত্রী বুদ্ধিমত্তার সাথে কাজ করে। আমরা এটা নিয়ে অনেক মজা করি আমরা। আমি ওঁকে কম সময়দিতে পারি৷ কিন্তু ও আমায় বোঝে৷ সঙ্গীরা একে অপরের কাজ বুঝতে পারে৷’’
advertisement
6/6
জাহ্নবী দাস বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকলেও, পিকে-র সাথে তাঁকে কয়েকবার দেখা গেছে। এখন, পি কে-র দল বিহার নির্বাচনে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ তাই জাহ্নবী দাসকেও প্রচারে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মহিলা ভোটারদের আকর্ষণ করার জন্য পি কে তাঁকে হয়ত প্রার্থীও করতে পারেন।
জাহ্নবী দাস বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকলেও, পিকে-র সাথে তাঁকে কয়েকবার দেখা গেছে। এখন, পি কে-র দল বিহার নির্বাচনে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ তাই জাহ্নবী দাসকেও প্রচারে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মহিলা ভোটারদের আকর্ষণ করার জন্য পি কে তাঁকে হয়ত প্রার্থীও করতে পারেন।
advertisement
advertisement
advertisement