Prashant Kishor: প্রশান্ত কিশোরকে তো সবাই চেনে...কিন্তু তাঁর স্ত্রী কী করেন কেউ কি জানেন? বিহার ভোটের আগে প্রকাশ্যে তাঁর পরিচয়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের পরনের টি-শার্ট এবং জুতোর দাম নিয়ে শোরগোল উঠেছিল৷ রাজনৈতিক কুশলী হলেও প্রশান্ত কিশোরের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানেন না৷ যেমন, তাঁর স্ত্রীয়ের নাম কী, তিনি কী করেন, তাঁদের কোনও সন্তান আছেন কি না৷
advertisement
advertisement
advertisement
পি কে-র স্ত্রী কী করেন?
পি কে-র স্ত্রী জাহ্নবী দাস পেশায় একজন চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসার পেশায় নিয়োজিত ছিলেন এবং বেশ কিছু স্বাস্থ্য কর্মসূচির অংশ ছিলেন। প্রশান্ত কিশোর যখন রাষ্ট্রপুঞ্জের একটি স্বাস্থ্য কর্মসূচির সাথে যুক্ত ছিলেন, তখন জাহ্নবীর সাথে তাঁর প্রথম দেখা হয়। তাঁদের কথাবার্তা এগোয় এবং ক্রমে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। পরে তাঁর বিয়ে হয়। বর্তমানে, জাহ্নবী দাস তাঁর পেশা ছেড়ে দিয়ে পি কে-র পরিবারের দেখাশোনা করছেন। পি কে এবং জাহ্নবীর একটি ছেলে আছে , সে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।
পি কে-র স্ত্রী জাহ্নবী দাস পেশায় একজন চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসার পেশায় নিয়োজিত ছিলেন এবং বেশ কিছু স্বাস্থ্য কর্মসূচির অংশ ছিলেন। প্রশান্ত কিশোর যখন রাষ্ট্রপুঞ্জের একটি স্বাস্থ্য কর্মসূচির সাথে যুক্ত ছিলেন, তখন জাহ্নবীর সাথে তাঁর প্রথম দেখা হয়। তাঁদের কথাবার্তা এগোয় এবং ক্রমে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। পরে তাঁর বিয়ে হয়। বর্তমানে, জাহ্নবী দাস তাঁর পেশা ছেড়ে দিয়ে পি কে-র পরিবারের দেখাশোনা করছেন। পি কে এবং জাহ্নবীর একটি ছেলে আছে , সে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।
advertisement
advertisement