Prashant Kishor: 'আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি...' বিধানসভা ভোটের আগে স্বমহিমায় প্রশান্ত কিশোর! কী হবে এবার, বলে দিলেন তাও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: পূর্নিয়া জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর বলেন, "অমিত শাহের বিহার সফরে আসা কোনও অসাধারণ ঘটনা নয়। আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।''
বিহারে ভোট যত এগিয়ে আসছে, ততই বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন জন সুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। শনিবার গুজরাতে কাজ করা বিহারের পরিযায়ী শ্রমিকদের জন্য সমান বেতনের দাবি করেছেন তিনি। গুজরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য। অমিত শাহের বিহার সফরের কয়েক ঘণ্টা আগেই এই দাবি তুললেন পিকে।
advertisement
পূর্নিয়া জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর বলেন, "অমিত শাহের বিহার সফরে আসা কোনও অসাধারণ ঘটনা নয়। আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়কালে, আমরা অমিত শাহ এবং নরেন্দ্র মোদির অনেকগুলি সফরের জন্য প্রস্তুত থাকতে পারি। ছয় মাসের জন্য, তাঁরা এমন আচরণ করার চেষ্টা করবে, যেন বিহার তাদের শীর্ষ অগ্রাধিকার। রাজ্যের গৌরবময় অতীতের প্রশংসা করা হবে। অন্যত্র প্রকল্পের উদ্বোধনও এই রাজ্যের মাটি থেকে হবে। কিন্তু একবার নির্বাচন শেষ হয়ে গেলে, বিহার তাদের রাডার থেকে সরে যাবে পরবর্তী নির্বাচনের আগে পর্যন্ত।"
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৪ সালে নরেন্দ্র মোদির লোকসভা নির্বাচনের প্রচারাভিযান পরিচালনা করেছিলেন এই প্রশান্ত কিশোরই। সেই তিনিই অভিযোগ করেন, "গত ১১ বছরে সমস্ত ভাল জিনিস গুজরাতের জন্য সংরক্ষণ করা হয়েছে। প্রস্তাবিত বুলেট ট্রেনও আহমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে চলবে, যদিও দুটি শহর ইতিমধ্যেই খুব ভালভাবে সংযুক্ত। তবুও, প্রকল্পের জন্য জাপান থেকে ১ লাখ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে।"
advertisement
advertisement
জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা পিকে। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল বড় ভূমিকা রাখবে বলে দাবি প্রশান্ত কিশোরের। তিনি বলেন, "আমি বিহারের মানুষকে বলছি, যারা শুধুমাত্র গুজরাত, কর্ণাটক কিংবা তামিলনাড়ুর সমৃদ্ধি আনতে কাজ করে, তাদের জন্য ভোট অনেক দিয়েছেন। চিন এবং পাকিস্তানকে দেখে নেওয়ার বক্তৃতায় আর ভুলবেন না। একবার চেষ্টা করুন, আপনার নিজের সন্তানদের স্বার্থ মাথায় রেখে ভোট দিন।"