কেন্দ্রের নতুন পেনশন প্রকল্পে সহজেই নাম নথিভুক্ত করে মাসিক ৩ হাজার টাকা পেনশন পাওয়ার সুবর্ণ সুযোগ

Last Updated:
1/9
কেন্দ্রের অন্তবর্তী বাজেটেই ছাড়পত্রে মিলেছে প্রধানমন্ত্রী শ্রম মানধন পেনশন যোজনার ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রের অন্তবর্তী বাজেটেই ছাড়পত্রে মিলেছে প্রধানমন্ত্রী শ্রম মানধন পেনশন যোজনার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এই যোজনার প্রকৃত অর্থই অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন তাঁদের মাসিক ৩,০০০ টাকা পেনশন দেওয়ার সংকল্প করেছে কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি ৷
এই যোজনার প্রকৃত অর্থই অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন তাঁদের মাসিক ৩,০০০ টাকা পেনশন দেওয়ার সংকল্প করেছে কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
এই পেনশন যোজনার আওতায় আসতে গেলে বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
এই পেনশন যোজনার আওতায় আসতে গেলে বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
মাসিক আয় ১৫,০০০ টাকার থেকে বেশি যাতে না হয় অর্থাৎ যাঁদের আয় ১৫,০০০ টাকার মধ্যে এই সুবিধা তাঁরাই পাবেন ৷ প্রতীকী ছবি ৷
মাসিক আয় ১৫,০০০ টাকার থেকে বেশি যাতে না হয় অর্থাৎ যাঁদের আয় ১৫,০০০ টাকার মধ্যে এই সুবিধা তাঁরাই পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
সংগঠিত কেন্দ্র যাঁরা কাজ করে থাকেন তাঁদের প্রভিডেন্ট ফান্ড (EPFO),  ন্যাশনাল পেনশন স্কিম (NPS), রাজ্য কর্মচারী বিমা নিগমের (ESIC) সদস্য বা আয়কর সংক্রান্ত কোনও যোজনার সঙ্গে যুক্ত ৷ প্রতীকী ছবি ৷
সংগঠিত কেন্দ্র যাঁরা কাজ করে থাকেন তাঁদের প্রভিডেন্ট ফান্ড (EPFO), ন্যাশনাল পেনশন স্কিম (NPS), রাজ্য কর্মচারী বিমা নিগমের (ESIC) সদস্য বা আয়কর সংক্রান্ত কোনও যোজনার সঙ্গে যুক্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
যে যে নথি প্রয়োজন হবে আধার কার্ড, সেভিংস অ্যাকাউন্ট/জনধন অ্যাকাউন্ট IFSC কোড সহ, প্রয়োজন মোবাইল নম্বর ৷ প্রতীকী ছবি ৷
যে যে নথি প্রয়োজন হবে আধার কার্ড, সেভিংস অ্যাকাউন্ট/জনধন অ্যাকাউন্ট IFSC কোড সহ, প্রয়োজন মোবাইল নম্বর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
EPFO ওয়েবসাইটে (https://www.epfindia.gov.in/site_docs/PDFs/MiscPDFs/Scheme_PM-SYM.pdf) গিয়ে নিকটবর্তী CSC-এর খোঁজ নিতে হবে, এছাড়া LIC-এর নিকটবর্তী অফিস ESIC, EPFO এর শ্রম দফতরে গিয়ে খবর নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
EPFO ওয়েবসাইটে (https://www.epfindia.gov.in/site_docs/PDFs/MiscPDFs/Scheme_PM-SYM.pdf) গিয়ে নিকটবর্তী CSC-এর খোঁজ নিতে হবে, এছাড়া LIC-এর নিকটবর্তী অফিস ESIC, EPFO এর শ্রম দফতরে গিয়ে খবর নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
৬০ বছরের পরে পেনশন পাওয়া যাবে ৷ ৬০ বছর পর্যন্ত মাসে মাসে টাকা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
৬০ বছরের পরে পেনশন পাওয়া যাবে ৷ ৬০ বছর পর্যন্ত মাসে মাসে টাকা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
তবে মাসিক পেনশনের পরিমাণ, পেনশনের টাকা ইত্যাদির বিস্তারিত বিবরণ থাকবে ৷ প্রতীকী ছবি ৷
তবে মাসিক পেনশনের পরিমাণ, পেনশনের টাকা ইত্যাদির বিস্তারিত বিবরণ থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement