Parliament Building: আজ থেকে অধিবেশন শুরু নতুন সংসদ ভবনে! জানেন কী হবে 'পুরনো' সংসদ ভবনের? শুনলে অবাক হবেন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Parliament Building: পুরনো সংসদ ভবনটির নির্মাণকাজ ১৯২৭ সালে সম্পন্ন হয়। তখন এর নির্মাণে ব্যয় হয়েছিল ৮৩ লক্ষ টাকা। স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার পুরাতন সংসদের নকশা করেছিলেন বলে জানা যায়।
নতুন সংসদ ভবনে প্রবেশের আগে এবং পুরানো ভবনে বিদায় জানানোর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে ভাষণ দেন। সংসদের ইতিহাস উল্লেখ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদিও। তিনি উভয় সংসদ ভবনের ৭৫ বছরের যাত্রার কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর থেকে অটল বিহারী বাজপেয়ি পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী মোদি। পার্লামেন্টের কর্মীদেরও তাঁর ভাষণে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
পুরনো সংসদ ভবনটির নির্মাণকাজ ১৯২৭ সালে সম্পন্ন হয়। তখন এর নির্মাণে ব্যয় হয়েছিল ৮৩ লক্ষ টাকা। স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার পুরাতন সংসদের নকশা করেছিলেন বলে জানা যায়। চলতি বছরের মে মাসে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সংসদের লোকসভা কক্ষে ৮৮৮ জন সদস্যের আসন রয়েছে। রাজ্যসভায় ৩০০টি আসন রয়েছে।
advertisement
advertisement
advertisement
২০২১ সালে, তৎকালীন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি রাজ্যসভায় বলেছিলেন যে সংসদ ভবনের কাঠামোটি মেরামত করা প্রয়োজন এবং বিকল্প ব্যবহারের জন্য তৈরি করতে হবে। শুধু তাই নয়, তিনি আরও বলেন, ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য জাতীয় আর্কাইভগুলিকে নতুন সংসদ ভবনে স্থানান্তর করা হবে। এটি পুরনো সংসদ ভবনের জন্য আরও জায়গা পেতে সহায়তা করবে। এও বলা হয়, পুরনো ভবনের একটি অংশকে জাদুঘরে রূপান্তরিত করা যেতে পারে।
advertisement
আজ থেকে নতুন সংসদ ভবনে কেন্দ্রীয় সরকারের বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। লোকসভার কার্যক্রম শুরু হবে দুপুর ১.১৫ মিনিটে। দুপুর ২.১৫ মিনিটে রাজ্যসভায় শুরু হবে কার্যবিবরণী। সকাল ১১টায় সংসদের সেন্ট্রাল হলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। পুরনো সংসদকে বিদায় জানানোর আগে সংসদ সদস্যদের উপহারের প্যাকেট দেওয়া হবে।