Cyclone Tauktae: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তাউকতাই’, কোথায় আছড়ে পড়বে?

Last Updated:
স্কাইমেটের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ১৮ মে-র বিকেলে গুজরাট ও পাকিস্তানে পৌঁছে যাবে ৷ গত ২৪ ঘণ্টায় কেরল, লাক্ষাদ্বীপের একাধির জায়গায় ভারী বৃষ্টি হয়েছে ৷
1/4
ঘনীভূত হচ্ছে আরব সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ৷ এর জেরে প্রশাসন ও এনডিআরএফ-কে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ পরিস্থিতি দেখে NDRF এর ৫৩টি দলকে সতর্ক করা হয়েছে ৷ মৌসম বিভাগ তরফে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হতে চলেছে ঘূর্ণিঝড় ৷ শনিবার ১৫ মে থেকে উত্তর পশ্চিম রাজ্য অর্থাৎ গুজরাটের দিকে ধেয়ে যাবে ঘূর্ণিঝড় ৷
ঘনীভূত হচ্ছে আরব সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ৷ এর জেরে প্রশাসন ও এনডিআরএফ-কে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ পরিস্থিতি দেখে NDRF এর ৫৩টি দলকে সতর্ক করা হয়েছে ৷ মৌসম বিভাগ তরফে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হতে চলেছে ঘূর্ণিঝড় ৷ শনিবার ১৫ মে থেকে উত্তর পশ্চিম রাজ্য অর্থাৎ গুজরাটের দিকে ধেয়ে যাবে ঘূর্ণিঝড় ৷
advertisement
2/4
শুক্রবার কেরলের কোট্টায়ম উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে ৷ স্কাইমেট অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় কেরল, কর্মাটক ও কোঙ্কনে এর প্রভাব পড়তে চলেছে ৷ এর পাশাপাশি প্রভাব পড়বে কর্ণাটক, মহারাষ্ট্র, লাক্ষাদ্বীপ, গোয়াতে ৷ এখানে ঝোড়ো হাওয়া বইবে বলে মনে করা হচ্ছে ৷ মুম্বই ও থানেতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে ৷ এছাড়া গুজরাট ও কেরলের বেশ কিছু জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ৷
শুক্রবার কেরলের কোট্টায়ম উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে ৷ স্কাইমেট অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় কেরল, কর্মাটক ও কোঙ্কনে এর প্রভাব পড়তে চলেছে ৷ এর পাশাপাশি প্রভাব পড়বে কর্ণাটক, মহারাষ্ট্র, লাক্ষাদ্বীপ, গোয়াতে ৷ এখানে ঝোড়ো হাওয়া বইবে বলে মনে করা হচ্ছে ৷ মুম্বই ও থানেতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে ৷ এছাড়া গুজরাট ও কেরলের বেশ কিছু জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ৷
advertisement
3/4
স্কাইমেটের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ১৮ মে-র বিকেলে গুজরাট ও পাকিস্তানে পৌঁছে যাবে ৷ গত ২৪ ঘণ্টায় কেরল, লাক্ষাদ্বীপের একাধির জায়গায় ভারী বৃষ্টি হয়েছে ৷ এজেন্সির তরফে জানানো হয়েছে, শনিবার লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটক, কোঙ্কন, গোয়া ও তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
স্কাইমেটের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ১৮ মে-র বিকেলে গুজরাট ও পাকিস্তানে পৌঁছে যাবে ৷ গত ২৪ ঘণ্টায় কেরল, লাক্ষাদ্বীপের একাধির জায়গায় ভারী বৃষ্টি হয়েছে ৷ এজেন্সির তরফে জানানো হয়েছে, শনিবার লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটক, কোঙ্কন, গোয়া ও তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
4/4
তাউকতাই নিয়ে আগে থেকেই সতর্ক প্রশাসন ৷ উদ্ধার কাজের জন্য এনডিআএফ-এর ৫৩টি টিম অ্যালার্ট রয়েছে ৷ ১৬ থেকে ১৯ মে এর মধ্যে ভয়ঙ্কর রূপ নিয়ে চলেছে তাউকতাই ঘূর্ণিঝড় ৷
তাউকতাই নিয়ে আগে থেকেই সতর্ক প্রশাসন ৷ উদ্ধার কাজের জন্য এনডিআএফ-এর ৫৩টি টিম অ্যালার্ট রয়েছে ৷ ১৬ থেকে ১৯ মে এর মধ্যে ভয়ঙ্কর রূপ নিয়ে চলেছে তাউকতাই ঘূর্ণিঝড় ৷
advertisement
advertisement
advertisement