সামান্য প্রিমিয়াম দিয়েই মিলবে মাসে বড় অঙ্কের টাকার সরকারি পেনশন

Last Updated:
1/5
একটানা কাজ করতে করতে সবারই এমন একদিন আসে যখন কাজ থেকে অবসর নিতে হয় ৷ তবে কাজ থেকে অবসর তো নেবেন তারপরে কী করবেন ? বা কী খাবেন ? এখন থেকেই তা নিশ্চিত করতে হবে ৷ কেন্দ্রীয় সরকারের একটি পেনশন প্রকল্পের নাম অটল পেনশন যোজনা ৷ এই যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন ৷ ছবি সংগৃহীত ৷
একটানা কাজ করতে করতে সবারই এমন একদিন আসে যখন কাজ থেকে অবসর নিতে হয় ৷ তবে কাজ থেকে অবসর তো নেবেন তারপরে কী করবেন ? বা কী খাবেন ? এখন থেকেই তা নিশ্চিত করতে হবে ৷ কেন্দ্রীয় সরকারের একটি পেনশন প্রকল্পের নাম অটল পেনশন যোজনা ৷ এই যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/5
১৮ থেকে ৪০ বছর বয়স যাঁদের তারা শুরু করতে পারেন এই পেনশন প্ল্যান ৷ নির্দিষ্ট বয়স অনুপাতে ধার্য হবে পেনশনের রকম ৷ পেনশনের পরিমাণ ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা ৷ ৬০ বছর বয়সের পর থেকে নিশ্চিত পেনশন পাবেন আপনি ৷ যত টাকা আপনার মাসে দরকার (১,২,৩,৪ বা ৫ হাজার টাকা) ঠিক সেই মত আজ থেকে বিনিয়োগ করুন ৷ ছবি সংগৃহীত ৷
১৮ থেকে ৪০ বছর বয়স যাঁদের তারা শুরু করতে পারেন এই পেনশন প্ল্যান ৷ নির্দিষ্ট বয়স অনুপাতে ধার্য হবে পেনশনের রকম ৷ পেনশনের পরিমাণ ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা ৷ ৬০ বছর বয়সের পর থেকে নিশ্চিত পেনশন পাবেন আপনি ৷ যত টাকা আপনার মাসে দরকার (১,২,৩,৪ বা ৫ হাজার টাকা) ঠিক সেই মত আজ থেকে বিনিয়োগ করুন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/5
কখন বা কোথায় করা যেতে পারে এই পেনশন অ্যাকাউন্টের সূচনা ? যে কোনও ব্যাঙ্কের শাখাতেই আপনি অটল পেনশন যোজনার সূচনা করতে পারেন ৷ এমনকী পোস্ট অফিসেও অটল পেনশন যোজনা শুরু করতে পারেন ৷ ব্যাঙ্কে বা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট না থাকলে আজই করে নিন আর অটল পেনশন যোজনার সুবিধা ভোগ করুন ৷ ছবি সংগৃহীত ৷
কখন বা কোথায় করা যেতে পারে এই পেনশন অ্যাকাউন্টের সূচনা ? যে কোনও ব্যাঙ্কের শাখাতেই আপনি অটল পেনশন যোজনার সূচনা করতে পারেন ৷ এমনকী পোস্ট অফিসেও অটল পেনশন যোজনা শুরু করতে পারেন ৷ ব্যাঙ্কে বা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট না থাকলে আজই করে নিন আর অটল পেনশন যোজনার সুবিধা ভোগ করুন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/5
১৮ বছর বয়স থেকে মাত্র ২১০ টাকা করে অটল পেনশন যোজনায় টাকা সঞ্চয় করুন ভবিষ্যতের জন্য ৷ আর অবসর জীবন নিশ্চিত করুন ৷ অটল পেনশন যোজনায় সঞ্চয় শুরু করতে হলে শুধুমাত্র আধার ও প্যানকার্ড থাকলেই হবে ৷ ছবি সংগৃহীত ৷
১৮ বছর বয়স থেকে মাত্র ২১০ টাকা করে অটল পেনশন যোজনায় টাকা সঞ্চয় করুন ভবিষ্যতের জন্য ৷ আর অবসর জীবন নিশ্চিত করুন ৷ অটল পেনশন যোজনায় সঞ্চয় শুরু করতে হলে শুধুমাত্র আধার ও প্যানকার্ড থাকলেই হবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/5
আজই অটল পেনশন যোজনায় সঞ্চয় শুরু করে ভবিষ্যত নিশ্চিত করুন ৷ ছবি সংগৃহীত ৷
আজই অটল পেনশন যোজনায় সঞ্চয় শুরু করে ভবিষ্যত নিশ্চিত করুন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement