ইতিহাস তৈরি থেকে একধাপ দূরে ভারত, চাঁদে ল্যান্ড করবে চন্দ্রায়ন ২
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কক্ষপথ চালনার শেষ ধাপ পেরোনো শেষ ৷ এবার ফাইনাল কাউন্টডাউন
চন্দ্রায়ন ২ -র শেষ হল কক্ষপথ ম্যানুয়েভরের পর্ব ৷চাঁদে পা রাখা থেকে আর মাত্র এক পা দূরে চন্দ্রযান ২ ৷ ল্যান্ডিং.য়ের পর প্রজ্ঞান বেরিয়ে যাবে বিক্রমে থেকে ৷ এই ঘটনাটি ঘটছেব ৭ সেপ্টেম্বর সাড়াে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে৷ চাঁদের মাটিতে তারপর শুরু হবে পরীক্ষা নিরীক্ষা ৷ যা একটি চন্দ্রদিন ধরে হবে ৷ একটি চন্দ্রদিন পৃথিবীর ১৪ দিনের সমান ৷ Photo- News 18 Creative
advertisement
advertisement
চন্দ্রযান ২ লঞ্চ হওয়ার পর থেকে এখনও অবধি ৩,৮ লক্ষ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করেছে ৷ একমাস আগে যে চন্দ্রযান ২ লঞ্চ হয়েছে তার চুড়ান্ত ল্যাপে এবার পৌঁছে গেল ভারতের স্বপ্নের এই মহাকাশ প্রজেক্ট ৷ স্পেসক্রাফট থেকে ল্যান্ডার বিক্রম রবিবার রাতে সফলভাবে আলাদা হয়ে গেছে বলে জানিয়েছে ISRO ৷ Photo- File
advertisement
advertisement
advertisement