বছরে পাঁচটি 'কেস' খেলেই বাতিল হবে বাইক-গাড়ির ড্রাইভিং লাইসেন্স? ট্রাফিক আইন আরও কড়া করল কেন্দ্র
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
নতুন বছরে ট্র্যাফিক আইন আরও কড়া করতে চলেছে কেন্দ্র। এবার বছরে পাঁচ বা তার বেশিবার ট্র্যাফিক আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে বাতিল হতে পারে। এমনই বিধান কার্যকর হতে চলেছে সদ্য সংশোধিত মোটর ভেহিকেল রুলসে।
advertisement
advertisement
advertisement
কেন্দ্রের আধিকারিকদের বক্তব্য, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল একাধিকবার ট্র্যাফিক আইনভঙ্গকারীদের লাগাম টানা এবং সড়ক নিরাপত্তা বাড়ানো।কোন কোন অপরাধের ক্ষেত্রে এটি ধরা হবে? মোট ২৪টি ট্র্যাফিক অপরাধকে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- মাত্রাছাড়া গতিতে গাড়ি চালানো, হেলমেট এবং সিটবেল্ট না পরে গাড়ি বা বাইক চালানো, ট্র্যাফিক সিগন্যাল না মানা, নো পার্কিংয়ে পার্কিং করা, অতিরিক্ত বোঝা বহন, গাড়ি চুরি ইত্যাদি।
advertisement








