advertisement

বছরে পাঁচটি 'কেস' খেলেই বাতিল হবে বাইক-গাড়ির ড্রাইভিং লাইসেন্স? ট্রাফিক আইন আরও কড়া করল কেন্দ্র

Last Updated:
নতুন বছরে ট্র্যাফিক আইন আরও কড়া করতে চলেছে কেন্দ্র। এবার বছরে পাঁচ বা তার বেশিবার ট্র্যাফিক আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে বাতিল হতে পারে। এমনই বিধান কার্যকর হতে চলেছে সদ্য সংশোধিত মোটর ভেহিকেল রুলসে।
1/5
এই রূপান্তরের নেতৃত্ব দিয়েছে কোটার আরবান ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ইউআইটি), যা নগর পরিকল্পনার ক্ষেত্রে একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। আন্তঃসংযুক্ত রিং রোড নেটওয়ার্ক তৈরি করার ফলে যানবাহনগুলি এখন সহজেই যানজটপূর্ণ রুটগুলি অতিক্রম করতে পারে, যা শহর জুড়ে ভ্রমণের সময় এবং যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস করে দেয়। (Representative Image)
নতুন বছরে ট্র্যাফিক আইন আরও কড়া করতে চলেছে কেন্দ্র। এবার বছরে পাঁচ বা তার বেশিবার ট্র্যাফিক আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে বাতিল হতে পারে। এমনই বিধান কার্যকর হতে চলেছে সদ্য সংশোধিত মোটর ভেহিকেল রুলসে।
advertisement
2/5
This time Ranihati is free from traffic jams 4
বুধবার জারি হওয়া এই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়ম এই বছরের ১ জানুয়ারি থেকে চালু হয়েছে। তবে আগের বছরের থেকে এই অপরাধ ধরা হবে না। এক বছরের মধ্যে নথিভুক্ত হওয়া ট্র্যাফিক লঙ্ঘনই কেবল গণনার আওতায় আসবে।
advertisement
3/5
নতুন নিয়ম কী বলছে এই নতুন নিয়মে বলা হয়েছে, এক বছরে মোটর ভেহিকেল আইনের অন্তত পাঁচটি ধারা লঙ্ঘনের জন্য দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স রাখার অযোগ্য বলে বিবেচিত হবেন। যদিও লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করবার আগে চালককে আত্মপক্ষ সুযোগ দিতে হবে।
নতুন নিয়ম কী বলছেএই নতুন নিয়মে বলা হয়েছে, এক বছরে মোটর ভেহিকেল আইনের অন্তত পাঁচটি ধারা লঙ্ঘনের জন্য দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স রাখার অযোগ্য বলে বিবেচিত হবেন। যদিও লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করবার আগে চালককে আত্মপক্ষ সুযোগ দিতে হবে।
advertisement
4/5
west bengal police Major reshuffle in state police 23 IPS and 3 WBPS transferred রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! নতুন দায়িত্বে বদলি করা হল ২৩ আইপিএস এবং ৩ ডব্লিউবিপিএস আধিকারিককে
কেন্দ্রের আধিকারিকদের বক্তব্য, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল একাধিকবার ট্র্যাফিক আইনভঙ্গকারীদের লাগাম টানা এবং সড়ক নিরাপত্তা বাড়ানো।কোন কোন অপরাধের ক্ষেত্রে এটি ধরা হবে? মোট ২৪টি ট্র্যাফিক অপরাধকে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- মাত্রাছাড়া গতিতে গাড়ি চালানো, হেলমেট এবং সিটবেল্ট না পরে গাড়ি বা বাইক চালানো, ট্র্যাফিক সিগন্যাল না মানা, নো পার্কিংয়ে পার্কিং করা, অতিরিক্ত বোঝা বহন, গাড়ি চুরি ইত্যাদি।
advertisement
5/5
লাইসেন্স সাসপেন্ড করা হবে কিনা এবং কত দিনের জন্য হবে সেই সিদ্ধান্ত নেবে আঞ্চলিক পরিবহণ দফতর আরটিও এবং জেলা পরিবহণ দফতর ডিটিও।
লাইসেন্স সাসপেন্ড করা হবে কিনা এবং কত দিনের জন্য হবে সেই সিদ্ধান্ত নেবে আঞ্চলিক পরিবহণ দফতর আরটিও এবং জেলা পরিবহণ দফতর ডিটিও।
advertisement
advertisement
advertisement