মাত্র ০.০৩ শতাংশ ভোটের ফারাক, তাহলেই বিহারের মুখ্যমন্ত্রী হতেন তেজস্বী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এনডিএ-এর প্রাপ্ত ভোট ১,৫৭,০১,২২৬টি৷ সেখানে মহাজোট পেয়েছে ১,৫৬,৮৮,৪৫৮টি ভোট৷
advertisement
advertisement
সকাল থেকেই বিহারের গণনার দিকে গোটা দেশের নজর ৷ গোটা দেশই এখন ব্যস্ত একটাই আলোচনায় ৷ বিহারের মসনদে ফের কি নীতিশ কুমারের সরকার থাকবে ? নাকি এবার বাজিমাত করবেন তেজস্বী যাদব ৷ নীতিশকে সরিয়ে কি এবার তেজস্বীই বিহারের মসনদ সামলাবেন? রাঘোপুর থেকে দ্বিতীয়বার মাঠে নেমেছেন তেজস্বী যাদব। মহাজোটের পক্ষে তেজস্বী মুখ্যমন্ত্রীর দাবিদার।
advertisement
পাঁচ বছর আগে যখন এনডিএ-র বিরুদ্ধে লালু- নীতীশ মহাজোট তৈরি করেছিলেন, তখন সেই মহাজোটের সঙ্গে এনডিএ-এর প্রাপ্ত ভোটের ফারাক ছিল ২৯ লক্ষের বেশি৷ অর্থাৎ ২০১৫ সালে এনডিএ-র তুলনায় ৭.৮ শতাংশ বেশি ভোট পেয়েছিল লালু-নীতীশের মহাজোট৷ ২০২০-তে সেই ফারাক নেমে এসেছে ০.০৩ শতাংশে৷ এর থেকেই প্রমাণিত, এবারে কতখানি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিহারে৷
advertisement