৬৪ বিঘা জমি, কেজি-কেজি সোনা-রূপো ! বিহার ভোটে জেডিইউ প্রার্থী বিভার বিপুল সম্পত্তি শুনলে আঁতকে উঠবেন

Last Updated:
সামনেই বিহার নির্বাচন আর সেই নির্বাচনেই মনোনয়ন জমা দিতে গিয়ে নওয়াদা আসনের এনডিএ প্রার্থী জেডিইউ-র বিভা দেবী নিজের বিপুল পরিমাণ সম্পত্তি সামনে আনলেন, তাতে চোখ কপালে উঠেছে সবার।
1/9
 সামনেই বিহার নির্বাচন আর সেই নির্বাচনেই মনোনয়ন জমা দিতে গিয়ে নওয়াদা আসনের এনডিএ প্রার্থী জেডিইউ-র বিভা দেবী নিজের বিপুল পরিমাণ সম্পত্তি সামনে আনলেন, তাতে চোখ কপালে উঠেছে সবার।
সামনেই বিহার নির্বাচন আর সেই নির্বাচনেই মনোনয়ন জমা দিতে গিয়ে নওয়াদা আসনের এনডিএ প্রার্থী জেডিইউ-র বিভা দেবী নিজের বিপুল পরিমাণ সম্পত্তি সামনে আনলেন, তাতে চোখ কপালে উঠেছে সবার।
advertisement
2/9
 বিহারের নওয়াদা লোকসভা আসনে এনডিএ প্রার্থী হিসেবে জেডিইউ (জনতা দল ইউনাইটেড)-এর প্রার্থী হিসাবে বিভা দেবী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানেই তিনি নিজের মোট ১৪ কোটির বেশি সম্পত্তির ঘোষণা করেছেন।
বিহারের নওয়াদা লোকসভা আসনে এনডিএ প্রার্থী হিসেবে জেডিইউ (জনতা দল ইউনাইটেড)-এর প্রার্থী হিসাবে বিভা দেবী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানেই তিনি নিজের মোট ১৪ কোটির বেশি সম্পত্তির ঘোষণা করেছেন।
advertisement
3/9
 তাঁর হলফনামা অনুযায়ী, বিভা দেবীর মোট সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকারও বেশি! রয়েছে ৪০ একর জমি, প্রায় ৪ কোটি টাকার ঋণ! এবং একাধিক বিচারাধীন মামলা।
তাঁর হলফনামা অনুযায়ী, বিভা দেবীর মোট সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকারও বেশি! রয়েছে ৪০ একর জমি, প্রায় ৪ কোটি টাকার ঋণ! এবং একাধিক বিচারাধীন মামলা।
advertisement
4/9
 সম্পত্তির বিবরণ<br />হলফনামা অনুসারে, বিভা দেবীর কাছে রয়েছে নগদ রয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ২৯৮ টাকা।<br />আর তাঁর স্বামী রাজবল্লভ যাদব-এর কাছে রয়েছে ৯২ হাজার ৫০০ টাকা নগদ।
সম্পত্তির বিবরণহলফনামা অনুসারে, বিভা দেবীর কাছে রয়েছে নগদ রয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ২৯৮ টাকা।আর তাঁর স্বামী রাজবল্লভ যাদব-এর কাছে রয়েছে ৯২ হাজার ৫০০ টাকা নগদ।
advertisement
5/9
 বিভা দেবী রাজ কনস্ট্রাকশন কোম্পানিতে প্রতি শেয়ার ১০ টাকায় ৯৫ হাজার শেয়ার কিনেছেন।<br />তাঁর কাছে রয়েছে ১ কেজি ২০০ গ্রাম সোনা এবং ১ কেজি রূপো। তাঁর স্বামীর কাছে রয়েছে ৫০০ গ্রাম সোনা ও ৫০০ গ্রাম রূপো।
বিভা দেবী রাজ কনস্ট্রাকশন কোম্পানিতে প্রতি শেয়ার ১০ টাকায় ৯৫ হাজার শেয়ার কিনেছেন।তাঁর কাছে রয়েছে ১ কেজি ২০০ গ্রাম সোনা এবং ১ কেজি রূপো। তাঁর স্বামীর কাছে রয়েছে ৫০০ গ্রাম সোনা ও ৫০০ গ্রাম রূপো।
advertisement
6/9
সোনার দাম কত কমেছে? শুক্রবার টানা তৃতীয় দিনের মতো সোনা ও রুপোর দাম কমেছে। এই পতনের পর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.২২ লক্ষ টাকার নীচে নেমে এসেছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) অনুসারে, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমে ১,২১,৫১৮ টাকায় দাঁড়িয়েছে। এর আগে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,২৩,৩৫৪ টাকা। এর অর্থ শুক্রবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৮৩৬ টাকা কমেছে।
স্থাবর ও অস্থাবর সম্পত্তিবিভা দেবীর অস্থাবর সম্পত্তির মূল্য ১৪ কোটি ৬০ লক্ষ ১২ হাজার ৩৬৪ টাকা,আর তাঁর স্বামীর নামে রয়েছে ৩ কোটি ৬৭ লক্ষ ৭৮ হাজার ৭৩৬ টাকার সম্পত্তি।
advertisement
7/9
বার্ষিক ৫০,০০০ টাকার SIP-এর সুবিধা  কেউ যদি SIP-তে বার্ষিক ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে দীর্ঘমেয়াদে এটি উল্লেখযোগ্য সম্পদ তৈরি করতে পারে। গড়ে ১২-১৫% রিটার্নে এই বিনিয়োগ ১০ বছরে প্রায় ১০ লক্ষ টাকায় পৌঁছাতে পারে। SIP-এর সুবিধা হল যে তারা বাজারের ওঠানামার ভারসাম্য বজায় রাখে এবং চক্রবৃদ্ধির মাধ্যমে সর্বাধিক আয় করে। তারা কর-সঞ্চয়কারী ELSS তহবিলও অফার করে, যা প্রয়োজনে বিনিয়োগ তুলে নেওয়ার সুযোগ দেয়। তারা নমনীয়তা এবং বৃদ্ধি উভয়ই প্রদান করে, যে কারণে আজকাল লোকেরা এতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে।
স্থাবর সম্পত্তির মধ্যে বিভা দেবীর নামে ৫ কোটি ২৯ লক্ষ ৭০ হাজার ২৯৬ টাকা মূল্যের সম্পদ,এবং স্বামীর নামে রয়েছে ৮ কোটি ২৫ লক্ষ ৫৬ হাজার ৭৯৩ টাকার সম্পদ।
advertisement
8/9
 তাঁর নামে রয়েছে ৪০ একর (প্রায় ৬৪ বিঘা) জমি,<br />আর তাঁর স্বামীর নামে ১৮ একর জমি রয়েছে।
তাঁর নামে রয়েছে ৪০ একর (প্রায় ৬৪ বিঘা) জমি,আর তাঁর স্বামীর নামে ১৮ একর জমি রয়েছে।
advertisement
9/9
৭ দিনের জেল হেফাজতের নির্দেশ
ঋণ ও মামলাবিভা দেবী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ৪ কোটি ১২ লক্ষ টাকার ঋণ নিয়েছেন।তাঁর নামে ৭১ লক্ষ টাকা, আর স্বামীর নামে ৩৮ লক্ষ টাকার আয়কর মামলা বিচারাধীন।
advertisement
advertisement
advertisement