Red Corridor: অস্তিত্ব রক্ষার লড়াই, এই দশ রাজ্যে এখনও অতি সক্রিয় মাওবাদীরা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
মধ্য, পূর্ব ও দক্ষিণ ভারতের কিছু অংশে নকশালদের দাপাদাপি রয়েছে।
এখন আর তাদের সেরকম দাপাদাপি নেই। তবুও যেন তারা আছে। আর নিজেদের অস্তিত্বের জানান দেয় তারা মাঝেমধ্যেই। তবে মাওবাদীরা এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে। হারানোর আর কিছু নেই তাদের। তাই নিরাপত্তা বাহিনীর উপর অল-আউট আক্রমণ করছে তারা। তবে এখনও দেশের দশটি রাজ্যে অতিসক্রিয় রয়েছে নকশালরা। সব থেকে বেশি সক্রিয় ছত্তীসগড় ও ঝাড়খণ্ডে।
advertisement
ছত্তীসগড়ের বীজাপুর-সুকমা সীমান্তে মাওবাদী হামলায় ২২ জন জওয়ান শহিদ হয়েছেন। এই ভয়ানক হামলার পর থেকে ফের মাওবাদীদের সক্রিয়ত নিয়ে প্রশ্ন উঠেছে। এখনও ছত্তীসড় ও ঝাড়খণ্ডের অনেকগুলি রাজ্য রেড করিডর বলে পরিচিত। মধ্য, পূর্ব ও দক্ষিণ ভারতের কিছু অংশে নকশালদের দাপাদাপি রয়েছে। বন্দুকের জোরে সমাজে সমানাধিকার আনতে চায় তারা। তাদের লড়াই মূলত রাষ্ট্র ও রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে। শিক্ষা, স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে থাকা দেশের প্রায় ১০০টি রাজ্যে এখনও মাওবাদীরা সক্রিয়।
advertisement
advertisement
advertisement