Narendra Singh Tomar Daughter Marriage: ধুমধাম করে রাজকীয় কায়দায় সাতপাকে বাঁধা পড়লেন নরেন্দ্র সিং তোমরের কন্যা! যোগী আদিত্যনাথকে দেখতে ভিড় বিয়ের আসরে

Last Updated:
Narendra Singh Tomar Daughter Marriage: মঙ্গলবারই সিহোরের নীরজ সিং ভাটির সঙ্গে সাতপাক ঘুরেছেন নিবেদিতা সিং তোমর। জমকালো লাল লেহেঙ্গা-চোলিতে অপূর্ব দেখাচ্ছিল কনেকে। সালঙ্কারা নিবেদিতার মাঙ্গটিকা এবং নথ আলাদা ভাবে নজর কেড়েছে।
1/7
গত মঙ্গলবারই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কন্যা নিবেদিতার বিয়ের আসর বসেছিল গোয়ালিয়রে। বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন নজর কেড়েছিল গোটা দেশবাসীর। এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের তাবড় নেতা-মন্ত্রীরা। এমনকী এসেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
গত মঙ্গলবারই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কন্যা নিবেদিতার বিয়ের আসর বসেছিল গোয়ালিয়রে। বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন নজর কেড়েছিল গোটা দেশবাসীর। এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের তাবড় নেতা-মন্ত্রীরা। এমনকী এসেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
advertisement
2/7
মঙ্গলবারই সিহোরের নীরজ সিং ভাটির সঙ্গে সাতপাক ঘুরেছেন নিবেদিতা সিং তোমর। জমকালো লাল লেহেঙ্গা-চোলিতে অপূর্ব দেখাচ্ছিল কনেকে। সালঙ্কারা নিবেদিতার মাঙ্গটিকা এবং নথ আলাদা ভাবে নজর কেড়েছে। রোজ গোল্ড জমকালো কাজের শেরওয়ানিতে বরকেও দারুণ মানিয়েছিল। বিবাহ বাসরে লেগেছিল রাজকীয়তার ছোঁয়া।
মঙ্গলবারই সিহোরের নীরজ সিং ভাটির সঙ্গে সাতপাক ঘুরেছেন নিবেদিতা সিং তোমর। জমকালো লাল লেহেঙ্গা-চোলিতে অপূর্ব দেখাচ্ছিল কনেকে। সালঙ্কারা নিবেদিতার মাঙ্গটিকা এবং নথ আলাদা ভাবে নজর কেড়েছে। রোজ গোল্ড জমকালো কাজের শেরওয়ানিতে বরকেও দারুণ মানিয়েছিল। বিবাহ বাসরে লেগেছিল রাজকীয়তার ছোঁয়া।
advertisement
3/7
 সম্পূর্ণ রাজপুত রীতি মেনে বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু পাত্র নীরজের পরিচিতি কী? নীরজ সিং ভাটি আসলে মধ্যপ্রদেশের ধনকোট এলাকার সবচেয়ে বড় জমিদার পরিবারের সন্তান। তাঁর বাবা অনুপ সিং ভাটি ছিলেন কংগ্রেস নেতা। ইংল্যান্ডে পড়াশোনা করেছেন নীরজ। পেশায় তিনি এক জন ইকো-ট্যুরিজমের ডিরেক্টর। তবে রাজনীতির অঙ্গনেও বেশ আনাগোনাও রয়েছে তাঁর। এমনকী ধনকোট পঞ্চায়েতে সরপঞ্চ হিসেবেও নিযুক্ত হয়েছেন তিনি।
সম্পূর্ণ রাজপুত রীতি মেনে বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু পাত্র নীরজের পরিচিতি কী? নীরজ সিং ভাটি আসলে মধ্যপ্রদেশের ধনকোট এলাকার সবচেয়ে বড় জমিদার পরিবারের সন্তান। তাঁর বাবা অনুপ সিং ভাটি ছিলেন কংগ্রেস নেতা। ইংল্যান্ডে পড়াশোনা করেছেন নীরজ। পেশায় তিনি এক জন ইকো-ট্যুরিজমের ডিরেক্টর। তবে রাজনীতির অঙ্গনেও বেশ আনাগোনাও রয়েছে তাঁর। এমনকী ধনকোট পঞ্চায়েতে সরপঞ্চ হিসেবেও নিযুক্ত হয়েছেন তিনি।
advertisement
4/7
শোনা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বেশ ঘনিষ্ঠ নীরজ! বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গয়াল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমী, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজকুমারী প্রমুখরা।
শোনা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বেশ ঘনিষ্ঠ নীরজ! বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গয়াল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমী, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজকুমারী প্রমুখরা।
advertisement
5/7
এছাড়াও হাজির হয়েছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, মন্ত্রী প্রভুরাম চৌধুরী, গোয়ালিয়রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তুলসীরাম সিলাভাত, জ্বালানি মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর, মন্ত্রী ওমপ্রকাশ সাখলেচা, প্রাক্তন মন্ত্রী মায়া সিং, ইমরাতি দেবী, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা।
এছাড়াও হাজির হয়েছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, মন্ত্রী প্রভুরাম চৌধুরী, গোয়ালিয়রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তুলসীরাম সিলাভাত, জ্বালানি মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর, মন্ত্রী ওমপ্রকাশ সাখলেচা, প্রাক্তন মন্ত্রী মায়া সিং, ইমরাতি দেবী, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা।
advertisement
6/7
তাবড় নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকলেও সকলেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রায় ২৫ হাজার মানুষ মঞ্চের সামনে জড়ো হয়েছিলেন। যোগী আদিত্যনাথ মঞ্চে আসতেই সকলের উন্মাদনা চরমে পৌঁছয়। এখানেই শেষ নয়, রাজকীয় এই বিয়েতে প্রচুর অতিথি সমাগম হয়েছিল। দেশ-বিদেশের অতিথি-অভ্যাগতদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
তাবড় নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকলেও সকলেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রায় ২৫ হাজার মানুষ মঞ্চের সামনে জড়ো হয়েছিলেন। যোগী আদিত্যনাথ মঞ্চে আসতেই সকলের উন্মাদনা চরমে পৌঁছয়। এখানেই শেষ নয়, রাজকীয় এই বিয়েতে প্রচুর অতিথি সমাগম হয়েছিল। দেশ-বিদেশের অতিথি-অভ্যাগতদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
advertisement
7/7
 মোরেনা-সহ মধ্যপ্রদেশের বিভিন্ন শহরের দলীয় কর্মী এবং সাধারণ মানুষও বিয়েতে আমন্ত্রিত ছিলেন। গভীর রাত পর্যন্ত চলা এই বিয়ের অনুষ্ঠানে প্রায় ১ লক্ষেরও বেশি মানুষের খানাপিনার আয়োজন রাখা হয়েছিল। আগ্রা, গোয়ালিয়র, দিল্লি এবং দক্ষিণ ভারত থেকে শেফ আনিয়ে সুস্বাদু খাবার বানানো হয়েছিল।
মোরেনা-সহ মধ্যপ্রদেশের বিভিন্ন শহরের দলীয় কর্মী এবং সাধারণ মানুষও বিয়েতে আমন্ত্রিত ছিলেন। গভীর রাত পর্যন্ত চলা এই বিয়ের অনুষ্ঠানে প্রায় ১ লক্ষেরও বেশি মানুষের খানাপিনার আয়োজন রাখা হয়েছিল। আগ্রা, গোয়ালিয়র, দিল্লি এবং দক্ষিণ ভারত থেকে শেফ আনিয়ে সুস্বাদু খাবার বানানো হয়েছিল।
advertisement
advertisement
advertisement