Narendra Singh Tomar Daughter Marriage: ধুমধাম করে রাজকীয় কায়দায় সাতপাকে বাঁধা পড়লেন নরেন্দ্র সিং তোমরের কন্যা! যোগী আদিত্যনাথকে দেখতে ভিড় বিয়ের আসরে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Narendra Singh Tomar Daughter Marriage: মঙ্গলবারই সিহোরের নীরজ সিং ভাটির সঙ্গে সাতপাক ঘুরেছেন নিবেদিতা সিং তোমর। জমকালো লাল লেহেঙ্গা-চোলিতে অপূর্ব দেখাচ্ছিল কনেকে। সালঙ্কারা নিবেদিতার মাঙ্গটিকা এবং নথ আলাদা ভাবে নজর কেড়েছে।
advertisement
advertisement
সম্পূর্ণ রাজপুত রীতি মেনে বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু পাত্র নীরজের পরিচিতি কী? নীরজ সিং ভাটি আসলে মধ্যপ্রদেশের ধনকোট এলাকার সবচেয়ে বড় জমিদার পরিবারের সন্তান। তাঁর বাবা অনুপ সিং ভাটি ছিলেন কংগ্রেস নেতা। ইংল্যান্ডে পড়াশোনা করেছেন নীরজ। পেশায় তিনি এক জন ইকো-ট্যুরিজমের ডিরেক্টর। তবে রাজনীতির অঙ্গনেও বেশ আনাগোনাও রয়েছে তাঁর। এমনকী ধনকোট পঞ্চায়েতে সরপঞ্চ হিসেবেও নিযুক্ত হয়েছেন তিনি।
advertisement
শোনা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বেশ ঘনিষ্ঠ নীরজ! বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গয়াল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমী, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজকুমারী প্রমুখরা।
advertisement
এছাড়াও হাজির হয়েছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, মন্ত্রী প্রভুরাম চৌধুরী, গোয়ালিয়রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তুলসীরাম সিলাভাত, জ্বালানি মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর, মন্ত্রী ওমপ্রকাশ সাখলেচা, প্রাক্তন মন্ত্রী মায়া সিং, ইমরাতি দেবী, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা।
advertisement
তাবড় নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকলেও সকলেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রায় ২৫ হাজার মানুষ মঞ্চের সামনে জড়ো হয়েছিলেন। যোগী আদিত্যনাথ মঞ্চে আসতেই সকলের উন্মাদনা চরমে পৌঁছয়। এখানেই শেষ নয়, রাজকীয় এই বিয়েতে প্রচুর অতিথি সমাগম হয়েছিল। দেশ-বিদেশের অতিথি-অভ্যাগতদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
advertisement