১০০ টাকার কয়েন ৷ এবার দেশের প্রধানমন্ত্রীর হাত ধরেই প্রকাশ্যে এল ১০০ টাকার কয়েন ৷ Photo Courtesy: Twitter
advertisement
2/5
কয়েনটির ডিজাইন করা হয়েছে এভাবে - একদিকে থাকছে অশোকস্তম্ভ, হিন্দি ও ইংরেজিতে লেখা দেশের নাম ৷ সঙ্গে টাকার মান অর্থাৎ ১০০ টাকা ৷ অন্যদিকে থাকছে অটলবিহারী বাজপেয়ীর ছবি ৷ Photo Courtesy: Twitter
advertisement
3/5
মূলত বাজপেয়ীর স্মৃতিতেই এই কয়েন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে এই কয়েন প্রকাশ করলেন তিনি ৷ বাজপেয়ীর জন্মদিনের আগেই তাঁর স্মরণে তৈরি এই কয়েন দেখতে পেল আম জনতা ৷ Photo Courtesy: Twitter
advertisement
4/5
অটলবিহারী বাজপেয়ীর নাম, জন্ম ও মৃত্যু(১৯২৪-২০১৮) সালও লেখা রয়েছে এই কয়েনে ৷ Photo Courtesy: Twitter
advertisement
5/5
কয়েনের উদ্বোধনে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলি, মহেশ শর্মা, বিজেপি সভাপতি অমিত শাহ, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীও ৷ Photo Courtesy: Twitter