Muskan Finally Breaks Down: জেলে অবশেষে ভেঙে পড়ল মুসকান,জেরার মুখে বলে ফেলল আসল সত্যিটা...সেই সত্যি, যা শুনে শিউরে উঠতে হয়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান রস্তোগী এবং তার প্রেমিক সাহিল শুক্লা এখন জেলে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। পুলিশি জেরায় অবশেষে ভেঙে পড়ল স্বামী খুনে অভিযুক্ত মুসকান রস্তোগী। গড়গড়িয়ে উগড়ে দিল সবটা সত্যি
advertisement
পুলিশি জেরায় মুসকান জানায়, খুনের দিন সৌরভের সঙ্গে তার মারামারি,কথা কাটাকাটি হয়। কারণ? মুসকান সৌরভের থেকে ডিভোর্স চাইছিল, কিন্তু সৌরভ তাকে ডিভোর্স দিতে রাজি হয় না। ২০২১ সাল থেকেই তাদের মধ্যে ডিভোর্সের মামলা চলছিল। মুসকান পুলিশকে এও জানায়, সে যে সাহিলের সঙ্গে প্রেম করছে, সেটাও জানত সৌরভ। কিন্তু তাও সে মুসকানকে ডিভোর্স দিতে চায় না। আর তাই সৌরভকে রাস্তা থেকে সরাতে তাকে খুনই করে মুসকান।
advertisement
advertisement
advertisement
তদন্তে পুলিশ জানতে পারে, সৌরভকে কী ভাবে খুন করবে, আট দিন ধরে তারই মহড়া দিয়েছিল মুসকান। তদন্তকারীদের দাবি, পুলিশ সূত্রে খবর, গত ২২ ফেব্রুয়ারি শারদা রোড থেকে ৮০০ টাকায় দু’টি ছুরি কিনে এনেছিল মুস্কান। তার পর সেই ছুরি নিয়ে আট দিন ধরে মহড়া দেয়। মুসকান একটি রেজর ব্লেডও কিনে নিয়ে এসেছিল। সৌরভের বুকে ছুরি দিয়ে কোপানোর পর সেই ব্লেড দিয়ে গলার নলি কেটে দিয়েছিলেন মুসকান। পুলিশ জানিয়েছে, ওই ব্লেডে সৌরভের রক্ত পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মুসকান ও সাহিল পুলিশকে জানায়, সৌরভের দেহাংশগুলি তারা একটা নীল ড্রামে ভরে মুখ সিমেন্ট দিয়ে এঁটে দিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল, সৌরভের দেহের টুকরোগুলি ড্রামে ভরে অন্য কোথাও ফেলে আসবে। পরে কখনও সেই ড্রাম কেউ উদ্ধার করলেও যাতে সৌরভকে শনাক্ত করা না যায়, সেই কারণেই দেহ কুচিকুচি করে কেটেছিল মুসকান-সাহিল
advertisement
advertisement
advertisement
মুসকান এবং সাহিল যে সৌরভকে খুনের পর তাঁর দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রেখে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছিল, সেই তথ্য আগেই সামনে এসেছে৷ একটি প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৩ তারিখ রাতে মুসকান সৌরভের মায়ের রান্না করে দেওয়া কোফতার মধ্যে প্রথমে ঘুমের ওষুধ মেশায়৷ সেই খাবার খেয়ে সৌরভ আচ্ছন্ন হয়ে পড়তেই সাহিলকে ফোন করে সে৷ সাহিল মুসকান এবং সৌরভের ভাড়া বাড়িতে আসার পর ঘুমন্ত সৌরভের উপরে চড়াও হয় দু'জনে৷ অসহায় সৌরভের তখন ন্যূনতম প্রতিরোধের ক্ষমতাও ছিল না৷
advertisement