ব্রেকফাস্টে মাফিন-ডোনাট, রাতে ফাইভ স্টারের খাবার, এলাহি ব্যবস্থা থাকছে এই ট্রেনে

Last Updated:
1/6
♦ হাতে আর মাত্র একটাদিন , তারপরেই চলতে শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে বারাণসী দামী ট্রেন এইটিন বা বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করতে চলেছেন ৷
♦ হাতে আর মাত্র একটাদিন , তারপরেই চলতে শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে বারাণসী দামী ট্রেন এইটিন বা বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করতে চলেছেন ৷
advertisement
2/6
♦ IRCTC-র তরফে জানানো হয়েছে, এই ট্রেনের যাত্রীরা যাতে দারুণ খাবার খেতে পারেন, সেই জন্য বিভিন্নরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ খাবারের মান যাতে খুব ভাল হয়, সেদিকটিতে কড়া নজর দেওয়া হয়েছে ৷ রেলের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, সকালের জলখাবারে থাকবে দারুণ ব্যবস্থা ৷ ব্রেকফাস্টে প্যাটিস, মাফিন ও ডোনাটও দেওয়া হবে ৷
♦ IRCTC-র তরফে জানানো হয়েছে, এই ট্রেনের যাত্রীরা যাতে দারুণ খাবার খেতে পারেন, সেই জন্য বিভিন্নরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ খাবারের মান যাতে খুব ভাল হয়, সেদিকটিতে কড়া নজর দেওয়া হয়েছে ৷ রেলের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, সকালের জলখাবারে থাকবে দারুণ ব্যবস্থা ৷ ব্রেকফাস্টে প্যাটিস, মাফিন ও ডোনাটও দেওয়া হবে ৷
advertisement
3/6
♦ যাত্রীদের কানপুরের ফাইভস্টার হোটেল থেকে খাবার এনে ডিনারের ব্যবস্থা করা হবে ৷ এরই সঙ্গে এলাহাবাদের এক বড় হোটেলের খাবার দেওয়া হবে লাঞ্চে ৷ যদিও কোনও হোটেল থেকে খাবার আসবে তা জানানো হয়নি ৷ তবে, ফাইভ স্টার হোটেল থেকেই খাবার আনা হবে জানানো হয়েছে ৷ এমনভাবে খাবার প্যাক করা হবে যাতে, খাবার যেন গরম থাকে ৷ এর পাশাপাশি খাবার পরিবেশনের সময়, খাবার খাওয়ার আগে হাত ধোয়ারও ব্যবস্থা থাকবে ৷
♦ যাত্রীদের কানপুরের ফাইভস্টার হোটেল থেকে খাবার এনে ডিনারের ব্যবস্থা করা হবে ৷ এরই সঙ্গে এলাহাবাদের এক বড় হোটেলের খাবার দেওয়া হবে লাঞ্চে ৷ যদিও কোনও হোটেল থেকে খাবার আসবে তা জানানো হয়নি ৷ তবে, ফাইভ স্টার হোটেল থেকেই খাবার আনা হবে জানানো হয়েছে ৷ এমনভাবে খাবার প্যাক করা হবে যাতে, খাবার যেন গরম থাকে ৷ এর পাশাপাশি খাবার পরিবেশনের সময়, খাবার খাওয়ার আগে হাত ধোয়ারও ব্যবস্থা থাকবে ৷
advertisement
4/6
♦ এই ট্রেনের জন্য দুটি শ্রেণির টিকিট রয়েছে ৷ এক্সিকিউটিভ ক্লাস এবং চেয়ার কার ৷ যেগুলির টিকিটের দামের সঙ্গে ক্যাটারিং চার্জ এবং জিএসটি যুক্ত থাকছে ৷ ধরা যাক, কোনও যাত্রী নয়াদিল্লি থেকে বারাণসী অবধি এক্সকিউটিভ ক্লাসে চেপে যাবেন ৷ তবে তাঁকে ৩ হাজার ৩১০ টাকা দিতে হবে ৷ আর চেয়ার কারে গেলে দিতে হবে ১ হাজার ৭৬০ টাকা ৷ অর্থাৎ টিকিটের দামের সঙ্গেই যুক্ত থাকছে খাবারের মূল্য, যা কোনও অবস্থাতেই বাদ দেওয়া যাবে না।
♦ এই ট্রেনের জন্য দুটি শ্রেণির টিকিট রয়েছে ৷ এক্সিকিউটিভ ক্লাস এবং চেয়ার কার ৷ যেগুলির টিকিটের দামের সঙ্গে ক্যাটারিং চার্জ এবং জিএসটি যুক্ত থাকছে ৷ ধরা যাক, কোনও যাত্রী নয়াদিল্লি থেকে বারাণসী অবধি এক্সকিউটিভ ক্লাসে চেপে যাবেন ৷ তবে তাঁকে ৩ হাজার ৩১০ টাকা দিতে হবে ৷ আর চেয়ার কারে গেলে দিতে হবে ১ হাজার ৭৬০ টাকা ৷ অর্থাৎ টিকিটের দামের সঙ্গেই যুক্ত থাকছে খাবারের মূল্য, যা কোনও অবস্থাতেই বাদ দেওয়া যাবে না।
advertisement
5/6
♦ তবে যাত্রাপথের শেষ ভাগের যাত্রীদের এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ এলাহাবাদ থেকে বারাণসী পর্যন্ত যাঁরা রেলসফর করবেন, তাঁরা ইচ্ছে হলে টিকিট বুক করার সময় আইআরসিটিসি পরিবেশিত খাবার না-ও নিতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের টিকিটের দাম থেকে খাবারের জন্য ধার্য অর্থ বাদ যাবে। এই খবর জানিয়েছে পিটিআই।
♦ তবে যাত্রাপথের শেষ ভাগের যাত্রীদের এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ এলাহাবাদ থেকে বারাণসী পর্যন্ত যাঁরা রেলসফর করবেন, তাঁরা ইচ্ছে হলে টিকিট বুক করার সময় আইআরসিটিসি পরিবেশিত খাবার না-ও নিতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের টিকিটের দাম থেকে খাবারের জন্য ধার্য অর্থ বাদ যাবে। এই খবর জানিয়েছে পিটিআই।
advertisement
6/6
♦ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে দেশের প্রথম ইঞ্জিনহীন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, টিকিট বুক করার সময়৷ যাত্রাপথের শেষ ভাগের যাত্রীরা যদি খাবারের দাম দিতে না চান, তাহলে তা টিকিটের দাম থেকে বাদ গেলেও পরে ইচ্ছে করলে অতিরিক্ত ৫০ টাকার বিনিময়ে তাঁরা রেলের খাবার পেতে পারেন।
♦ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে দেশের প্রথম ইঞ্জিনহীন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, টিকিট বুক করার সময়৷ যাত্রাপথের শেষ ভাগের যাত্রীরা যদি খাবারের দাম দিতে না চান, তাহলে তা টিকিটের দাম থেকে বাদ গেলেও পরে ইচ্ছে করলে অতিরিক্ত ৫০ টাকার বিনিময়ে তাঁরা রেলের খাবার পেতে পারেন।
advertisement
advertisement
advertisement