ব্রেকফাস্টে মাফিন-ডোনাট, রাতে ফাইভ স্টারের খাবার, এলাহি ব্যবস্থা থাকছে এই ট্রেনে
Last Updated:
advertisement
♦ IRCTC-র তরফে জানানো হয়েছে, এই ট্রেনের যাত্রীরা যাতে দারুণ খাবার খেতে পারেন, সেই জন্য বিভিন্নরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ খাবারের মান যাতে খুব ভাল হয়, সেদিকটিতে কড়া নজর দেওয়া হয়েছে ৷ রেলের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, সকালের জলখাবারে থাকবে দারুণ ব্যবস্থা ৷ ব্রেকফাস্টে প্যাটিস, মাফিন ও ডোনাটও দেওয়া হবে ৷
advertisement
♦ যাত্রীদের কানপুরের ফাইভস্টার হোটেল থেকে খাবার এনে ডিনারের ব্যবস্থা করা হবে ৷ এরই সঙ্গে এলাহাবাদের এক বড় হোটেলের খাবার দেওয়া হবে লাঞ্চে ৷ যদিও কোনও হোটেল থেকে খাবার আসবে তা জানানো হয়নি ৷ তবে, ফাইভ স্টার হোটেল থেকেই খাবার আনা হবে জানানো হয়েছে ৷ এমনভাবে খাবার প্যাক করা হবে যাতে, খাবার যেন গরম থাকে ৷ এর পাশাপাশি খাবার পরিবেশনের সময়, খাবার খাওয়ার আগে হাত ধোয়ারও ব্যবস্থা থাকবে ৷
advertisement
♦ এই ট্রেনের জন্য দুটি শ্রেণির টিকিট রয়েছে ৷ এক্সিকিউটিভ ক্লাস এবং চেয়ার কার ৷ যেগুলির টিকিটের দামের সঙ্গে ক্যাটারিং চার্জ এবং জিএসটি যুক্ত থাকছে ৷ ধরা যাক, কোনও যাত্রী নয়াদিল্লি থেকে বারাণসী অবধি এক্সকিউটিভ ক্লাসে চেপে যাবেন ৷ তবে তাঁকে ৩ হাজার ৩১০ টাকা দিতে হবে ৷ আর চেয়ার কারে গেলে দিতে হবে ১ হাজার ৭৬০ টাকা ৷ অর্থাৎ টিকিটের দামের সঙ্গেই যুক্ত থাকছে খাবারের মূল্য, যা কোনও অবস্থাতেই বাদ দেওয়া যাবে না।
advertisement
advertisement