Mother Daughter: মায়ের পরকীয়া ধরে ফেলেছিল মেয়ে, সায়েস্তা করতে মেয়ের স্নানের ভিডিও অনলাইনে ছড়িয়ে দিল নিজের মা-ই
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মেয়ের স্নান, পোশাক বদলানোর 'ফুটেজ' গোপনে তুলে রাখল খোদ মা আর সেই ভিডিও ভাগ করে নিল বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে! এখানেই শেষ নয়! নিজের মেয়ের স্নানের ভিডিও মহিলা শেয়ার করল শোশ্যাল মিডিয়াতেও
advertisement
advertisement
advertisement
মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। মহিলার ফোন থেকে মেয়ের স্নান ও পোশাক পালটানোর ভিডিও উদ্ধার হয়। পুলিশের কাছে মেয়েটির অভিযোগ, সে তার মায়ের পরকীয়া ধরে ফেলেছিল, জানিয়ে দিয়েছিল বাড়িওয়ালাকেও। সে যাতে মায়ের পরকীয়ার কথা আর কাউকে না জানায়, তাই মা তার স্নানের ও পোশাক বদলানোর ভিডিও তুলে রাখে এবং পরিবারের মধ্যে ছড়িয়ে দেয়।
advertisement
পুণের বিবওয়াড়ি পুলিশ স্টেশনের এসআই শঙ্কর সালুঙ্কে জানান, মহিলা ভয় পেয়েছিল যে তার মেয়ে হয়তো তার সম্পর্কের কথা আরও ফাঁস করে দেবে, কাজেই পরিবারের মনোযোগ অন্যদিকে সরাতে মহিলা নিজের মেয়ের ভিডিও শ্যুট করে ছড়িয়ে দেয়। পুলিশ আরও জানিয়েছে, মহিলাকে এই কাজে সাহায্য করেছে তার প্রেমিক। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
advertisement