

দিনবদল মানেই নতুন নতুন খবর৷ কিছু খবর হঠাৎ হয় আর কিছু খবর থাকে যা আগে থেকেই নির্ধারিত থাকে আর তার দিকেই মানুষের নজর থাকে৷ জেনে নিন ৪ নভেম্বর বুধবার কোন কোন খবরের দিকে নজর রাখতে হবে৷


আমেরিকার ভোটের পর ধীরে ধীরে পরিষ্কার হবে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি?আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন ফাইনাল ভোটিং কিছুক্ষণ বাদে শেষ হবে৷ এবারের মার্কিন নির্বাচনে র অঙ্ক প্রচুর জটিল৷ ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন (Joe Biden) ও রিপাবলিক দলের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জারি রয়েছে৷ যে সব কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শেষ হয়ে গেছে সেখান থেকে ইতিমধ্যেই রেজাল্টের ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে৷


করোনা ভাইরাস সমাচারের ক্ষেত্রে সুখবর৷ দেশে ৫৬ দিনে ৪.৭৭ লক্ষ অ্যাক্টিভ কেস সেরে গেছে৷ তখন যে সংখ্যাটা ১০.১৭ লক্ষ ছিল তা এখন কমে ৫.৪০ লক্ষ হয়েছে৷ তখন রোজই ৯০ থেকে ৯৫ হাজার কেস নতুন করে পাওয়া যাচ্ছিল৷ এখন আপাতত সেই সংখ্যাটা কমে ৪০ থেকে ৫০ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে৷ গত ১০দিনে প্রায় ১০ হাজার কেস কম আসছে৷


ভারতীয় যুদ্ধবিমানের ক্ষমতা আরও শক্তিশালী হবে, ভারতে আসছে আরও ৩ টি রাফালে৷ চিনের সঙ্গে সীমান্তে অশান্তির জেরে ভারত নিজের সামরিক শক্তি ধীরেধীরে বৃদ্ধি করছে৷ চুক্তি অনুযায়ি Indian Airforce-র জন্য আরও তিনটি নতুন Rafale Fighter Plane আসছে৷ ভারত ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি করেছে,যাতে তারা ৩৬ টি রাফাল যুদ্ধবিমান পেতে চলেছে৷ এখনও অবধি পাঁচটি যুদ্ধবিমান ভারতে এসে গেছে৷


আজ মহিলাদের আইপিএল শুরু৷ ৩টি দলের মধ্যে মোট ৪ টি ম্যাচ হবে৷ সোমবার হবে ফাইনাল৷ মহিলাদের আইপিএলে অংশ নিচ্ছেন সুপারনোভাজ, ভেলোসিটি ও ট্রেলব্লেজার্স ৷ তিনটি দল গ্রুপ পর্বে একে অপরের সঙ্গে খেলবে৷ তারপর সেরা দুটি দল ফাইনাল খেলবে৷