Meghalaya Honeymoon Case: টুয়েলভ ফেল, আর্থিক সঙ্গতিও তেমন নয়! তবু রাজের প্রেমে কেন পড়েছিলেন সোনম? এত নৃশংস হলেনই বা কেন? মেঘালয় কাণ্ডে এবার বিরাট পর্দাফাঁস
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Meghalaya Honeymoon Case: রাজা রঘুবংশীর হত্যার অভিযোগে জেলে বন্দী স্ত্রী সোনম রঘুবংশীর সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে।
advertisement
advertisement
রাজা রঘুবংশীর হত্যার অভিযোগে জেলে বন্দী স্ত্রী সোনম রঘুবংশীর সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে। শিলং পুলিশ বুধবার একটি বড় প্রকাশ করেছে, যা ইন্দোর পুলিশের ঘুম কেড়ে নিয়েছে। শিলং পুলিশের এই প্রকাশের ফলে উত্তরপ্রদেশ পুলিশের সমস্যাও বাড়তে পারে। কারণ রাজা রঘুবংশীর মৃত্যুর আসল কারণ এখনও পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিয়ের পরও এই ব্যবসার সঙ্গে সোনম যুক্ত ছিল। সেখানেই কাজ করতেন রাজ। পুলিশের মতে, রাজা রঘুবংশী হত্যা মামলার ষড়যন্ত্রকারী রাজ কুশওয়াহার পড়াশোনা ক্লাস টুয়েলভ পর্যন্ত। সেই গণ্ডিও পেরোয়নি সে। অথচ সে সোনমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজ করত। সেখানেই বাড়ে ঘনিষ্ঠতা। এমনকী বাড়িতে সন্দেহ করায় সোনম নিজের সম্পর্ক পরিবারে জানিয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ। রাজার পরিণতি এই বিয়ের ফলে ভাল হবে না বলেও হুমকি দিয়েছিল সোনম। বাস্তবে ঘটলও তাই।
