Meghalaya Honeymoon Case: জেলে কার সাথে দেখা করে সোনম? কী করে, কোথায় থাকে? স্বামীকে কুপিয়ে খুন করার ১ মাস পরে...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোনম বর্তমানে শিলং জেলে বন্দি রয়েছে? সে জেল ওয়ার্ডেনের অফিসের কাছে দুই বিচারাধীন মহিলা বন্দির সাথে থাকে। জেল সূত্রের খবর, তার আচার আচরণে বিন্দুমাত্র অনুতাপ চোখে পড়ছে না কারও৷
মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুন৷ ইনদওর রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের সব কথা সামনে আসার পরে দেশজুড়ে কার্যত ভিলেন তকমা পেয়েছে মূল অভিযুক্ত তথা নিহতের সদ্য বিয়ে করা স্ত্রী সোনম রঘুবংশী৷ ওই নির্মম হত্যাকাণ্ডের পরে কেটে গিয়েছে গোটা একটা মাস৷ বর্তমানে জেলবন্দি জীবন কাটাচ্ছে সোনম৷ সেখানে সে কী করছে, কী খাচ্ছে, কে তার সাথে দেখা করতে আসছে?
advertisement
advertisement
advertisement
বর্তমানে, সোনমকে জেলে কোনও বিশেষ কাজ দেওয়া হয়নি। তবে শীঘ্রই তাকে সেলাই এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত কাজ শেখানো হবে। তাকে জেলে টিভি দেখার সুবিধাও দেওয়া হয়েছে। যদিও জেলের নিয়ম অনুযায়ী, সোনম তার পরিবারের সাথে দেখা করতে বা ফোন করতে পারে, কিন্তু তার পরিবার তার সাথে যোগাযোগ করেনি। সিসিটিভির মাধ্যমে সোনমের উপর নজর রাখা হচ্ছে।
advertisement
advertisement
advertisement