আজ কেন্দ্র -কৃষক বৈঠক, নতুন কৃষি আইন ফেরত নেওয়ার দাবি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কৃষি আইন নিয়ে মহা গুরুত্বপূর্ণ বৈঠক৷
কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকরদের মধ্যে আটকে থাকা কথাবার্তা ফের বুধবার হবে৷ কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনা তখনই হবে যখন তিন কৃষি নিয়ম (Farm Laws) নিরস্ত করার পদ্ধতি বার করা হবে৷ পাশাপাশি নূন্যতম সমর্থণ মূল্য (MSP) এর আইনি গ্যারান্টি দিতে হবে৷ এরমধ্যে কেন্দ্র ও কৃষকদের মধ্যে ষষ্ঠ পর্বে কথাবার্তা হবে৷ তার আগে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) ও পীযূষ গয়াল (Piyush Goyal) বিজেপি নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন৷ সূত্রের খবর এই বৈঠকে মন্ত্রীরা কীভাবে কৃষকদের সঙ্গে আলোচনা হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন৷
advertisement
কৃষিমন্ত্রী তোমর, খাদ্য এবং উপভোক্তা মামলার মন্ত্রী গয়াল এবং বাণিজ্য ও উদ্যোগের রাজ্যমন্ত্রী সোমপ্রকাশ কৃষকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন৷ তোমর সোমবার জানিয়েছেন এই রুদ্ধ হয়ে থাকা অবস্থা দ্রুত কেটে যাবে৷ ৪০ টি কৃষক সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে পথ খোঁজার জন্য কেন্দ্র এই ৩০ তারিখের বৈঠকটি ডেকেছে৷
advertisement
advertisement
advertisement