Meerut Murder Muskan: মা-বাবা হাত তুলে নিয়েছেন, জেল থেকে উদ্ধার করতে কোন ত্রাতাকে পেল মুসকান, এর মধ্যেই আবদার স্বামী-স্ত্রী-র মতো সাহিলের সঙ্গে এক ঘরেই থাকব!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Stay together in same cell in Jail: প্রেম যেন আর ‘ধরে না’- জেলেও একই সেলে থাকতে চাইল মুসকান ও সাহিল
সৌরভের খুনে দুই অভিযুক্ত সাহিল ও মুসকানের উপর থেকে হাত তুলে নিয়েছে তাদের পরিবার৷ মুসকান এবং সাহিলের পরিবার, যারা সৌরভকে হত্যার অভিযোগে অভিযুক্ত, যিনি একজন মার্চেন্ট নেভি অফিসার ছিলেন, তাদের পক্ষে তাদের পরিবার আদালতে আবেদন করতে অস্বীকার করেছে৷ এমনকি মুসকানের পরিবার জেলে তার সঙ্গে দেখা করতেও চায়নি। একমাত্র পরিচিতদের মধ্যে সাহিলের মাতামহী পুষ্পা দেবী একবার কারাগারে তার সঙ্গে দেখা করেছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
অ্যাডভোকেট রেখা জৈন প্রধান আইনি আইনজীবী প্রতিরক্ষা কাউন্সিল। রেখা জৈনের আইন অনুশীলনে ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। রেখা জৈন গত ২ বছর ধরে চিফ লিগ্যাল অ্যাডভোকেট ডিফেন্স কাউন্সিলের পদে কাজ করছেন। চিফ লিগ্যাল অ্যাডভোকেট ডিফেন্স কাউন্সেল পদ যেকোনও অ্যাডভোকেটের অবশ্যই ১০ বছরের বেশি সময় ধরে অনুশীলন করতে হবে।
advertisement
সৌরভ রাজপুত হত্যা মামলায় কারাগারে থাকা মুসকান রাস্তোগি এবং সাহিল শুক্লা একসঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। দুজনেই অ্যাডভোকেট রেখা জৈনের নেতৃত্বে চারজন আইনজীবীর একটি দলের সঙ্গে দেখা করে তাদের জামিন নিশ্চিত করার জন্য অনুরোধ করেন। জেল সুপার বীরেশ রাজ শর্মা বলেন, মুসকান এবং সাহিল জেলে থাকা সত্ত্বেও একসঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
advertisement