Meerut Murder Case: সাহিলের জন্মদিনের পার্টিতে কেকের উপর লেখা 'শঙ্কর'! তবে আরও কোনও ব্যক্তির যোগ রয়েছে? বাড়ছে ধোঁয়াশা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মেরঠ হত্যা মামলার ভয়াবহতায় বারবার শিউরে উঠছে গোটা দেশ। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের তাঁরই স্ত্রী মুসকান এবং তাঁর প্রেমিক সাহিলের হাতে এমন নৃশংস পরিণতিতে হতবাক আপামর দেশবাসী।
মেরঠ হত্যা মামলার ভয়াবহতায় বারবার শিউরে উঠছে গোটা দেশ। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের তাঁরই স্ত্রী মুসকান এবং তাঁর প্রেমিক সাহিলের হাতে এমন নৃশংস পরিণতিতে হতবাক আপামর দেশবাসী।এত দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘোরাফেরা করত মূলত তিনটি নাম- ১) মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত,২) তাঁর স্ত্রী মুসকাণ রাস্তোগী এবং ৩) সাহিল শুক্ল। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
সৌরভকে অচেতন করে বুকে ছুরি বসিয়ে টুকরো টুকরো করে খুন করার পর সাহিলের সঙ্গে ১৫ দিনের জন্য হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন মুসকান। সেখানেই কসোলের একটি হোটেলে উঠেছিলেন যুগল। সেই হোটেলেই সাহিলের জন্মদিন পালন করেন তিনি। শিমলায় যাঁর গাড়িতে করে ঘুরেছিলেন মুসকান-সাহিল, সেই ক্যাবচালকের নাম আজব সিং। আজবকে দিয়েই সাহিলের জন্য কেক আনিয়েছিলেন মুসকান। (প্রতীকী ছবি)
advertisement
তিনি জানান, গত ১১ মার্চ ফোন করে কেকের অর্ডার দিয়েছিলেন। রাত সাড়ে ৮টা নাগাদ কসোলের বাজারের দোকান থেকে কেক নিয়ে হোটেলে পৌঁছে দিয়েছিলেন তিনি। কেকের উপর কী নাম লেখা ছিল, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই বলেই জানান ওই চালক। তবে কে এই ‘শঙ্কর’? মেরঠে সাহিলের ঘরের দেওয়াল জু়ড়ে রয়েছে শিবের ছবি। এমনকি, তন্ত্রমন্ত্রের প্রতি তাঁর আগ্রহের কথাও প্রকাশ্যে এসেছে। অনেকের মতে সেক্ষেত্রে, মুসকান হয়তো ভালবেসে সাহিলকেই ‘শঙ্কর’ বলে ডাকেন! (প্রতীকী ছবি)
advertisement
মেরঠে সাহিলের ঘরের দেওয়ালগুলি রহস্যময়। দেওয়াল জুড়ে দেবদেবীর ছবি, তন্ত্রমন্ত্রের চিহ্ন। এ ছাড়াও ঘরের দেওয়ালে টাঙানো শিবের ছবির নীচে একটি গাছ ছিল। সেই গাছ থেকে ঝুলছে একটি খাঁচা। তাতে লেখা ‘ওম’! এই সব চিহ্ন থেকে সাহিলের শিবভক্তির প্রমাণ মেলে বলে দাবি অনেকের। শিবের এক নাম ‘শঙ্কর’। মনে করা হচ্ছে, সাহিলের নামই ‘শঙ্কর’ হতে পারে। তবে এ ব্যাপারে এখনও কোনও অকাট্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে কেকের উপরে কার নাম লেখা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। (প্রতীকী ছবি)
