পেটের ব্যথা কমাতে ১০ মাসের নবজাতককে পানের রস দিয়ে পারদ খাইয়ে দিলেন দিদিমা!

Last Updated:
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে ৷ এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে ৷
1/5
• পেট ব্যথায় কয়েকদিন ধরেই কষ্ট পাচ্ছিল ১০ মাসের শিশুকন্যাটি ৷ পেটে ব্যথার ওষুধ হিসাবে দিদিমা যা খাওয়ালেন তাতে সঙ্কটজনক অবস্থা ওই শিশুর ৷ প্রতীকী চিত্র ৷
• পেট ব্যথায় কয়েকদিন ধরেই কষ্ট পাচ্ছিল ১০ মাসের শিশুকন্যাটি ৷ পেটে ব্যথার ওষুধ হিসাবে দিদিমা যা খাওয়ালেন তাতে সঙ্কটজনক অবস্থা ওই শিশুর ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/5
• ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে ৷ এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, তার সারা শরীরে পারদের বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে ৷ প্রতীকী চিত্র ৷
• ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে ৷ এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, তার সারা শরীরে পারদের বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
3/5
• শিশুটির মা সুমিত্র জানিয়েছেন, তাঁর বাচ্চা সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়েছিল ৷ নাতনির পেটে ব্যথা কমাতে তাকে পানের রসের সঙ্গে পারদ মিশিয়ে খাইয়ে দেন দিদিমা ৷ প্রতীকী চিত্র ৷
• শিশুটির মা সুমিত্র জানিয়েছেন, তাঁর বাচ্চা সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়েছিল ৷ নাতনির পেটে ব্যথা কমাতে তাকে পানের রসের সঙ্গে পারদ মিশিয়ে খাইয়ে দেন দিদিমা ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/5
• এতেই নবজাতকের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে ৷ তাকে মায়িলাদুথুড়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তানজাবুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ এখন সেখানেই চিকিৎসা চলছে তার ৷ প্রতীকী চিত্র ৷
• এতেই নবজাতকের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে ৷ তাকে মায়িলাদুথুড়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তানজাবুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ এখন সেখানেই চিকিৎসা চলছে তার ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
5/5
• হাসপাতাল সূত্রে খবর, ব্যাকটেরিয়াগত ইনফেকশনের কারণে শিশুটির ফুসফুস, চামড়া-সহ গোটা শরীরেই ব্যধি ছড়িয়ে পড়েছিল ৷ তার উপর পারদের বিষে আরও ক্ষতি হয়েছে ৷ প্রতীকী চিত্র ৷
• হাসপাতাল সূত্রে খবর, ব্যাকটেরিয়াগত ইনফেকশনের কারণে শিশুটির ফুসফুস, চামড়া-সহ গোটা শরীরেই ব্যধি ছড়িয়ে পড়েছিল ৷ তার উপর পারদের বিষে আরও ক্ষতি হয়েছে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
advertisement
advertisement