• পুলওয়ামার প্রত্যাঘাত ৷ বায়ুসেনার হামলায় পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে গুঁড়িয়ে গেল একাধিক জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড, জইসের কন্ট্রোল রুম ৷ খতম ২০০-৩০০ জঙ্গি ৷ মনে করা হচ্ছে, এই তালিকায় রয়েছে কুখ্যাত জঙ্গি ইউসুফ আজহার ওরফে উস্তাদ ঘাউরি ৷ যে কিনা জইস-ই-মহম্মদের মাস্টার মাউন্ড মাসুদ আজহারের শ্যালক ৷ তবে ইউসুফের মৃত্যু নিে কোনও সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি ৷