Indian Air Force: আকাশে এবার আসল খেলা দেখাবে ভারত...চেয়ে দেখবে চিন-রাশিয়া! ৬১,০০০ কোটির প্রকল্পের ‘এই’ প্রস্তাব মঞ্জুর করল প্রতিরক্ষা মন্ত্রক
- Published by:Satabdi Adhikary
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
আকাশে এবার আসল খেলা দেখাবে ভারত...চেয়ে চেয়ে দেখবে চিন-রাশিয়া! ৬১,০০০ কোটির প্রকল্পের ‘এই’ প্রস্তাব মঞ্জুর করল প্রতিরক্ষা মন্ত্রক
এবার থেকে আকাশ পথেও হতে চলেছে দেশীয় প্রযুক্তির জয়জয়কার। ভারত আর ফ্রান্সের মধ্যে হতে চলেছে এক গুরুত্বপুর্ণ প্রতিরক্ষা চুক্তি, যার ফলে ভারতের মাটিতেই তৈরি হবে নেক্সট যুদ্ধবিমানের ইঞ্জিন। পুরো প্রকল্পের বাজেট ধরা হয়েছে প্রায় ৬১,০০০ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই এই প্রস্তাব মঞ্জুর করেছে। কী স্পেশাল থাকছে এই প্রজেক্ট?
advertisement
এই ইঞ্জিন ভবিষ্যতের তেজস এমকে-২, এএমসিএ (AMCA) আর টেডবিএফ (TEDBF) যুদ্ধবিমানে ব্যবহার করা হবে। পুরো প্রকল্পটা যৌথভাবে চালাবে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) আর ফ্রান্সের বিখ্যাত ইঞ্জিন কোম্পানি স্যাফরান (Safran) । ইঞ্জিনের ডিজাইন, তৈরির কাজ, এমনকি উৎপাদনের বড় অংশই হবে ভারতের অন্দরেই ।
advertisement
advertisement
advertisement
advertisement