সামনে মহাবিপদ! '২দিন বাড়ি থেকে বেরবেনই না', জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় সব থেকে এগিয়ে মহারাষ্ট্রে৷ তার মধ্যেই সাইক্লোনের চাপে ধুকতে চলেছে এই রাজ্য৷
advertisement
▪️দু দিন বাড়ি থেকে বেরবেন না, জানিয়েছেন তিনি৷ অন্যদিকে জানানো হয়েছে যে বিদ্যুৎ বিয়োগের প্রবল সম্ভাবনা থাকতে পারে৷ তাই প্রয়োজন মত সব ইলেক্ট্রনিক গ্যাজেট যেমন মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক, আগে থেকে চার্জ দিয়ে রাখতে৷ এরই সঙ্গে এমার্জেন্সি লাইটের ব্যবস্থা রাখতে শহরবাসীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
advertisement