সামনে মহাবিপদ! '২দিন বাড়ি থেকে বেরবেনই না', জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

Last Updated:
দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় সব থেকে এগিয়ে মহারাষ্ট্রে৷ তার মধ্যেই সাইক্লোনের চাপে ধুকতে চলেছে এই রাজ্য৷
1/5
▪️করোনার মাঝেই সাইক্লোন নিসর্গে তছনছ হতে পারে মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক এলাকা৷ যা মারাত্মক চিন্তা বাড়িয়েছে সরকারের৷ সুপার সাইক্লোনের রূপ নিতে চলেছে নিসর্গ৷ ফলে চালাতে পারে তান্ডব৷ সেকারণেই সাধারণ মানুষকে তৈরি থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷
▪️করোনার মাঝেই সাইক্লোন নিসর্গে তছনছ হতে পারে মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক এলাকা৷ যা মারাত্মক চিন্তা বাড়িয়েছে সরকারের৷ সুপার সাইক্লোনের রূপ নিতে চলেছে নিসর্গ৷ ফলে চালাতে পারে তান্ডব৷ সেকারণেই সাধারণ মানুষকে তৈরি থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷
advertisement
2/5
▪️দু দিন বাড়ি থেকে বেরবেন না, জানিয়েছেন তিনি৷ অন্যদিকে জানানো হয়েছে যে বিদ্যুৎ বিয়োগের প্রবল সম্ভাবনা থাকতে পারে৷ তাই প্রয়োজন মত সব ইলেক্ট্রনিক গ্যাজেট যেমন মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক, আগে থেকে চার্জ দিয়ে রাখতে৷ এরই সঙ্গে এমার্জেন্সি লাইটের ব্যবস্থা রাখতে শহরবাসীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
▪️দু দিন বাড়ি থেকে বেরবেন না, জানিয়েছেন তিনি৷ অন্যদিকে জানানো হয়েছে যে বিদ্যুৎ বিয়োগের প্রবল সম্ভাবনা থাকতে পারে৷ তাই প্রয়োজন মত সব ইলেক্ট্রনিক গ্যাজেট যেমন মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক, আগে থেকে চার্জ দিয়ে রাখতে৷ এরই সঙ্গে এমার্জেন্সি লাইটের ব্যবস্থা রাখতে শহরবাসীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
3/5
▪️আনলক ১ ধীরে ধীরে বেশকিছু ক্ষেত্রে যে ছাড় দেওয়া শুরু হয়েছিল, সে সব কিছু ফের বন্ধ হবে রাজ্যে, জানান তিনি৷ সতর্ক থাকতে, দুদিনের জন্য সবকিছু বন্ধ থাকবে বলেই ঘোষণা করেছেন উদ্ধব ঠাকরে৷
▪️আনলক ১ ধীরে ধীরে বেশকিছু ক্ষেত্রে যে ছাড় দেওয়া শুরু হয়েছিল, সে সব কিছু ফের বন্ধ হবে রাজ্যে, জানান তিনি৷ সতর্ক থাকতে, দুদিনের জন্য সবকিছু বন্ধ থাকবে বলেই ঘোষণা করেছেন উদ্ধব ঠাকরে৷
advertisement
4/5
▪️গত ১০০ বছরে এমন ঘূর্ণিঝড় দেখেনি মুম্বই৷ আজ অর্থাৎ ৩ জুন দুপুরের দিকে হতে চলেছে এর ল্যান্ড ফল৷ মৌসম ভবন জানিয়েছে যে ঘণ্টায় প্রায় ১০০ কিমি বেগে বইবে হাওয়া, এবং তারই সঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত৷
▪️গত ১০০ বছরে এমন ঘূর্ণিঝড় দেখেনি মুম্বই৷ আজ অর্থাৎ ৩ জুন দুপুরের দিকে হতে চলেছে এর ল্যান্ড ফল৷ মৌসম ভবন জানিয়েছে যে ঘণ্টায় প্রায় ১০০ কিমি বেগে বইবে হাওয়া, এবং তারই সঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত৷
advertisement
5/5
▪️নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১০হাজার মানুষকে যার মধ্যে করোনা আক্রান্তও রয়েছেন৷ মুম্বইতে এই মুহূর্তে ৪১হাজারের বেশি করোনা আক্রান্ত৷ শহরতলীরও একই অবস্থা৷ তারমধ্যেই থাণে, পালঘর, রাইগাধ, রত্নাগিরিতে সাইক্লোন সতর্কতা জারি হয়েছে৷
▪️নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১০হাজার মানুষকে যার মধ্যে করোনা আক্রান্তও রয়েছেন৷ মুম্বইতে এই মুহূর্তে ৪১হাজারের বেশি করোনা আক্রান্ত৷ শহরতলীরও একই অবস্থা৷ তারমধ্যেই থাণে, পালঘর, রাইগাধ, রত্নাগিরিতে সাইক্লোন সতর্কতা জারি হয়েছে৷
advertisement
advertisement
advertisement