Lawyers in India: এক দিনের জন্যই নেন ১৫ লাখ টাকা, বলে-বলে জেতেন কেস! ভারতের সবচেয়ে দামি উকিল কে জানেন? চমকে যাবেন নাম শুনে নিশ্চিত
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Lawyers in India: যিনি যত বেশি হারে মক্কেলদের পছন্দের বিচার এনে দিতে পারবেন তিনি ততটাই সফল আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে তাঁর দক্ষিণা।
advertisement
advertisement
ফলি এস নারিম্যান- এই দুঁদে আইনজীবীর সংবিধান বিষয়ক জ্ঞান অপরিসীম। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মামলা লড়ে ইনি প্রভুত খ্যাতি অর্জন করেছেন। প্রতিটি 'হিয়ারিং'-এর জন্য ইনি ৮ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। নারিম্যান সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে মামলায় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি সাংবিধানিক সংশোধনী সংক্রান্ত যুগান্তকারী মামলাগুলিতেও জড়িত ছিলেন, যা তাকে সাংবিধানিক আইনের বিষয়ে একজন গো-টু কাউন্সেল বানিয়েছে।
advertisement
হরিশ সালভে- হরিশ সালভে একজন স্বনামধন্য 'কর্পোরেট ল'ইয়ার'। তাঁর লড়া দূরদর্শনের সম্প্রচার সত্ত্ব ও আম্বানী ভাইদের গ্যাস মামলা দুটি ঐতিহাসিক। চূড়ান্ত সফল এই আইনজীবী প্রতি সিটিংয়ে ১২-১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি ১ নভেম্বর ১৯৯৯ থেকে ৩ নভেম্বর ২০০২ সাল পর্যন্ত ভারতের সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) কুলভূষণ যাদবের মামলাও লড়েছিলেন। তাও মাত্র এক টাকার বিনিময়ে।
advertisement
advertisement
advertisement
কপিল সিব্বল- ভারতীয় রাজনীতির আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং একজন সিনিয়র আইনজীবী কপিল সিব্বল। আইনি ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব। তিনি তাঁর তীক্ষ্ণ আইনি লড়াইয়ের জন্য পরিচিত। সিব্বাল সাধারণত সাংবিধানিক অধিকার, বাকস্বাধীনতা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলা লড়ে থাকেন। তাঁর বিশাল অভিজ্ঞতা তাঁকে অনেকের থেকে এগিয়ে রেখেছে। এক একটি সিটিংয়ের জন্য তিনি ৮-১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।