Kumbh Mela 2019: পৌষ পূর্ণিমা উপলক্ষ্যে পূণ্যস্নান

Last Updated:
1/10
উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় আজ পৌষ পূর্ণিমা উপলক্ষ্যে দ্বিতীয় পুণ্য স্নান চলছে। (Image: PTI)
উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় আজ পৌষ পূর্ণিমা উপলক্ষ্যে দ্বিতীয় পুণ্য স্নান চলছে। (Image: PTI)
advertisement
2/10
পৌষ পূর্ণিমা উপলক্ষ্যে  স্নান করলেন পূর্ণাথীরা। মোক্ষ লাভের আশায় প্রতিবছর গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন স্থলে স্নান করলেন পূর্ণাথীরা। (Image: PTI)
পৌষ পূর্ণিমা উপলক্ষ্যে স্নান করলেন পূর্ণাথীরা। মোক্ষ লাভের আশায় প্রতিবছর গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন স্থলে স্নান করলেন পূর্ণাথীরা। (Image: PTI)
advertisement
3/10
আজ বিপুল সংখ্যক পুণ্যার্থী এক মাসব্যাপী কল্প বাসের সূচনায় পুণ্য স্নানের জন্য মেলা প্রাঙ্গণে সমবেত হয়েছেন। (Image: PTI)
আজ বিপুল সংখ্যক পুণ্যার্থী এক মাসব্যাপী কল্প বাসের সূচনায় পুণ্য স্নানের জন্য মেলা প্রাঙ্গণে সমবেত হয়েছেন। (Image: PTI)
advertisement
4/10
প্রথা অনুসারে পৌষ মাসের ১৫ তারিখকে পৌষ পূর্ণিমা বলা হয়। ২০১৯ সালে তা ২১ জানুয়ারিতে পড়েছে। এই দিন আকাশে পূর্ণ চন্দ্র দেখা যাবে। এই পূর্ণিমার পরেই মাঘ মাসের শুরু হয়। (Image: AP)
প্রথা অনুসারে পৌষ মাসের ১৫ তারিখকে পৌষ পূর্ণিমা বলা হয়। ২০১৯ সালে তা ২১ জানুয়ারিতে পড়েছে। এই দিন আকাশে পূর্ণ চন্দ্র দেখা যাবে। এই পূর্ণিমার পরেই মাঘ মাসের শুরু হয়। (Image: AP)
advertisement
5/10
প্রয়াগরাজে আয়োজিত কুম্ভ মেলায় ছয়টি প্রধান স্নানের তিথি নির্ধারণ করা হয়েছে। (Image: PTI)
প্রয়াগরাজে আয়োজিত কুম্ভ মেলায় ছয়টি প্রধান স্নানের তিথি নির্ধারণ করা হয়েছে। (Image: PTI)
advertisement
6/10
১৪ ই জানোয়ারি থেকে ৪ ঠা মার্চ পর্যন্ত (মহা শিবরাত্রি) কুম্ভ স্নান চলবে। (Image: PTI)
১৪ ই জানোয়ারি থেকে ৪ ঠা মার্চ পর্যন্ত (মহা শিবরাত্রি) কুম্ভ স্নান চলবে। (Image: PTI)
advertisement
7/10
কুম্ভ মেলার তৃতীয় স্নান মৌনী অমাবস্যার দিনে হয়। প্রচলিত আছে যে, এই দিনে, কুম্ভের আগে তীর্থাকর ঋষভ দেব নিজের দীর্ঘ মৌন ব্রত ভঙ্গ করেন ও সঙ্গমের পবিত্র জলে স্নান সমাপন করেন। (Image: AP)
কুম্ভ মেলার তৃতীয় স্নান মৌনী অমাবস্যার দিনে হয়। প্রচলিত আছে যে, এই দিনে, কুম্ভের আগে তীর্থাকর ঋষভ দেব নিজের দীর্ঘ মৌন ব্রত ভঙ্গ করেন ও সঙ্গমের পবিত্র জলে স্নান সমাপন করেন। (Image: AP)
advertisement
8/10
মৌনী অমাবস্যার দিনে কুম্ভ মেলায় অনেক বড়ো মেলা বসে। তাতে প্রচুর লোকের সমাগম ঘটে। ২০১৯ সালের ৪ ঠা ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা। (Image: PTI)
মৌনী অমাবস্যার দিনে কুম্ভ মেলায় অনেক বড়ো মেলা বসে। তাতে প্রচুর লোকের সমাগম ঘটে। ২০১৯ সালের ৪ ঠা ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা। (Image: PTI)
advertisement
9/10
হিন্দু ধর্ম মতে এই দিন সরস্বতী পুজো করা হয়। এই দিন পবিত্র নদীতে স্নান করা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বহু পবিত্র নদীর ধরে এই দিন মেলা বসে. এই বছরে বসন্ত পঞ্চমী ফেব্রুয়ারির দশ তারিখে। (Image: PTI)
হিন্দু ধর্ম মতে এই দিন সরস্বতী পুজো করা হয়। এই দিন পবিত্র নদীতে স্নান করা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বহু পবিত্র নদীর ধরে এই দিন মেলা বসে. এই বছরে বসন্ত পঞ্চমী ফেব্রুয়ারির দশ তারিখে। (Image: PTI)
advertisement
10/10
কুম্ভ মেলার শেষ স্নান হয় মহাশিবরাত্রির দিন। এই দিন সমস্ত স্নানযাত্রী শেষ সন্না করে, নিজেদের বাড়ি ফিরে যায়। (Image: PTI)
কুম্ভ মেলার শেষ স্নান হয় মহাশিবরাত্রির দিন। এই দিন সমস্ত স্নানযাত্রী শেষ সন্না করে, নিজেদের বাড়ি ফিরে যায়। (Image: PTI)
advertisement
advertisement
advertisement