পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে এটা জেনে রাখা অত্যন্ত জরুরি
Last Updated:
পোস্ট অফিসের নতুন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ৷ ঘরে বসেই ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পেতে পারেন অ্যাকাউন্ট হোল্ডাররা ৷ রেগুলার সেভিংস, বেসিক সেভিংস ও ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ব্যাঙ্কে ৷ এতে টাকা ট্রান্সফার, ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার ও বিলও ইউটিলিটি পরিষেবার সুবিধা পাবেন গ্রাহকরা ৷
advertisement
রেগুলার সেভিংস অ্যাকাউন্ট- এই অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সে খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ২০ টাকা লাগবে ৷ এতে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই ৷ ১০ বছরের বেশি বয়সের যে কেউ কেওয়াইসি দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্টে আপনি যতবার ইচ্ছে টাকা জমা দিতে পারবেন ৷ টাকা তোলার ক্ষেত্রেও কোনও লিমিট থাকবে না ৷ তবে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড বা চেক বুক দেওয়া হয় না ৷ কেবল করেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে চেক বুকের সুবিধা পাওয়া যায় ৷ ঘরে বসেই ব্যাঙ্কিং সুবিধা পেতে পারেন ৷ এর জন্য পোস্টম্যান আপনার বাড়ি পৌঁছে যাবে ৷ অতিরিক্ত চার্জ ছাড়াই বাড়ি এসেই অ্যাকাউন্ট খুলে দেবে ৷ 155299 নম্বরে ফোন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ৷
advertisement
advertisement