Indian train rules: ট্রেনে মিডল বার্থে টিকিট পেলে কতক্ষণ ঘুমনো যায়? জানুন রেলের নিয়ম

Last Updated:
মিডল বার্থে যদি কোনও যাত্রী শুয়ে থাকেন তাহলে কোনওভাবেই নীচের সিটে অন্য যাত্রীরা বসতে পারবেন না৷
1/6
দূরপাল্লার ট্রেনে সফর করার সময় অনেক যাত্রীই মিডল বার্থ পান৷ কিন্তু জানেন কি, এই মিডল বার্থে ঘুমনোর জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে৷
দূরপাল্লার ট্রেনে সফর করার সময় অনেক যাত্রীই মিডল বার্থ পান৷ কিন্তু জানেন কি, এই মিডল বার্থে ঘুমনোর জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে৷
advertisement
2/6
মিডল বার্থে যদি কোনও যাত্রী শুয়ে থাকেন তাহলে কোনওভাবেই নীচের সিটে অন্য যাত্রীরা বসতে পারবেন না৷ সেই কারণেই এই নিয়ম৷
মিডল বার্থে যদি কোনও যাত্রী শুয়ে থাকেন তাহলে কোনওভাবেই নীচের সিটে অন্য যাত্রীরা বসতে পারবেন না৷ সেই কারণেই এই নিয়ম৷
advertisement
3/6
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, মিডল বার্থের যাত্রীরা রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত শুতে পারবেন৷
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, মিডল বার্থের যাত্রীরা রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত শুতে পারবেন৷
advertisement
4/6
এর অর্থ, সহযাত্রীরা রাজি না হলে নিয়ম মতো রাত দশটার আগে চাইলেও মিডল বার্থের যাত্রী শুতে পারবেন না৷ তাঁকে বসেই যাত্রা করতে হবে৷
এর অর্থ, সহযাত্রীরা রাজি না হলে নিয়ম মতো রাত দশটার আগে চাইলেও মিডল বার্থের যাত্রী শুতে পারবেন না৷ তাঁকে বসেই যাত্রা করতে হবে৷
advertisement
5/6
যাত্রীদের মতো ট্রেনের টিকিট পরীক্ষকদেরও নিয়ম মানতে হয়৷ রেলের নিয়ম অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত টিকিট পরীক্ষক যাত্রীদের টিকিট চাইতে পারেন না৷
যাত্রীদের মতো ট্রেনের টিকিট পরীক্ষকদেরও নিয়ম মানতে হয়৷ রেলের নিয়ম অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত টিকিট পরীক্ষক যাত্রীদের টিকিট চাইতে পারেন না৷
advertisement
6/6
টিকিট পরীক্ষকরা এই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে রেল কর্তৃপক্ষ৷
টিকিট পরীক্ষকরা এই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে রেল কর্তৃপক্ষ৷
advertisement
advertisement
advertisement