৮৩২টি টুকরো কাঠ দিয়ে তৈরি, ৪৫ ফুট উঁচু, ১৬ চাকার রথে চেপে মাসির বাড়ি যাবেন পুরীর জগন্নাথ
Last Updated:
• মাঝের আর একটা দিনের অপেক্ষা ৷ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুভ রথযাত্রা ৷ শনিবার তাই রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম আর শুভদ্রা ৷ পুরীর জগন্নাথ মন্দিরে তাই সাজোসাজো রব ৷ দেশ-বিদেশ থেকে ভক্তরা পৌঁছে গিয়েছেন জগন্নাথের রথের দড়িতে টান দিতে ৷ কিন্তু যে রথ ঘিরে এত উত্তেজনা, কেমন হয় সেই রথ ? কী বা তার বিশেষত্ব ? জেনে নেওয়া যাক----- (ছবি: ফেসবুক)
advertisement
advertisement
advertisement
• জগন্নাথের রথের নাম নন্দীঘোষ ৷ রথে জগন্নাথের সঙ্গী হন মদনমোহন ৷ উচ্চতা ৪৫ফুট। রথের গায়ে থাকে হলুদ এবং সোনালি রং। এই রথে রয়েছে সাত ফুট ব্যাসের ১৬টি চাকা। জগন্নাথের রথের সারথির নাম মিতালি। ৮৩২ কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ ৷ রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী ৷ রথে ৪ ঘোড়া থাকে ৷ (ছবি: ফেসবুক)
advertisement
advertisement
advertisement
advertisement