Khan Sir Wife A S Khan: বিয়েটা গোপনে সারলেও খান স্যারের রিসেপশন হল ধুমধাম করেই! জানুন স্ত্রীর পরিচয়

Last Updated:
Who is Khan Sir Wife A S Khan: বিয়ে নিয়ে খুব বেশি তথ্য জানাননি খান স্যার। তবে সূত্র অনুসারে খান স্যারের স্ত্রীর নাম এ এস খান।
1/5
সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন খ্যাতনামা ইউটিউবার তথা শিক্ষক ‘খান স্যার’। ভিডিওর মাধ্যমে নিজের বিয়ের খবর আগেই জানিয়েছিলেন তিনি। ভারত-পাক সংঘাতের মধ্যেই গোপনে বিয়ে সেরেছিলেন তিনি। কাকপক্ষীতেও জানতে পারেনি খান স্যারের নতুন জীবনে প্রবেশের খবর। তবে ২ জুন বিয়ের রিসেপশন হল ধুমধাম করেই ৷ সেই ছবিও এসেছে প্রকাশ্যে ৷
সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন খ্যাতনামা ইউটিউবার তথা শিক্ষক ‘খান স্যার’। ভিডিওর মাধ্যমে নিজের বিয়ের খবর আগেই জানিয়েছিলেন তিনি। ভারত-পাক সংঘাতের মধ্যেই গোপনে বিয়ে সেরেছিলেন তিনি। কাকপক্ষীতেও জানতে পারেনি খান স্যারের নতুন জীবনে প্রবেশের খবর। তবে ২ জুন বিয়ের রিসেপশন হল ধুমধাম করেই ৷ সেই ছবিও এসেছে প্রকাশ্যে ৷
advertisement
2/5
বিয়ে নিয়ে খুব বেশি তথ্য জানাননি খান স্যার। তবে সূত্র অনুসারে খান স্যারের স্ত্রীর নাম এ এস খান। তিনি সম্ভবত পেশায় বিহারের সিওয়ানে কর্মরত একজন সরকারি আধিকারিক।
বিয়ে নিয়ে খুব বেশি তথ্য জানাননি খান স্যার। তবে সূত্র অনুসারে খান স্যারের স্ত্রীর নাম এ এস খান। তিনি সম্ভবত পেশায় বিহারের সিওয়ানে কর্মরত একজন সরকারি আধিকারিক।
advertisement
3/5
এমনকী বিয়ের নিমন্ত্রণপত্রেও খান স্যারের স্ত্রীর পুরো নাম লেখা দেখা যায়নি ৷ রিসেপশনের দিন অবশ্য অতিথিদের ভালমতোই সমাগম হয়েছিল পটনায় ৷
এমনকী বিয়ের নিমন্ত্রণপত্রেও খান স্যারের স্ত্রীর পুরো নাম লেখা দেখা যায়নি ৷ রিসেপশনের দিন অবশ্য অতিথিদের ভালমতোই সমাগম হয়েছিল পটনায় ৷
advertisement
4/5
এদিন খান স্যারকে দেখা যায় একেবারে ফর্ম্যাল লুকে ৷ একটি কালো স্যুট, গোলাপি রঙের জামা আর লাল রঙের টাই পরেছিলেন তিনি।
এদিন খান স্যারকে দেখা যায় একেবারে ফর্ম্যাল লুকে ৷ একটি কালো স্যুট, গোলাপি রঙের জামা আর লাল রঙের টাই পরেছিলেন তিনি।
advertisement
5/5
খান স্যারের রিসেপশনে উপস্থিত হয়েছিলেন বিহারের গভর্নর আরিফ মহম্মদ খান, ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী, শিক্ষামন্ত্রী সুনীল কুমার-সহ আরও অনেক বিশিষ্ট জন ৷
খান স্যারের রিসেপশনে উপস্থিত হয়েছিলেন বিহারের গভর্নর আরিফ মহম্মদ খান, ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী, শিক্ষামন্ত্রী সুনীল কুমার-সহ আরও অনেক বিশিষ্ট জন ৷
advertisement
advertisement
advertisement