Kerala Floods Update | 21 Died: লাগাতার অতি ভারী বৃষ্টি ও হড়পা বানে বিধ্বস্ত কেরল, মৃত বেড়ে ২১! পরিস্থিতি ভয়ংকর...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অতি ভারী বৃষ্টি আর তার জেরে হওয়া ধসে বিধ্বস্ত ঈশ্বরের আপন দেশ কেরালা (Kerala Floods Update | 21 Died)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি ট্যুইটে লিখেছেন, 'কেরালার বন্যা বিধ্বস্ত সমস্ত এলাকার লাগাতার খোঁজ নিচ্ছি আমরা। কেন্দ্রীয় সরকার এমন পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাস দিচ্ছে। এনডিআরএফ ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করি।'
advertisement
কেরালার পাঁচ জেলা পাঠানামথিত্তা, কোট্টায়াম, এরনাকুলম, ইদুক্কি ও ত্রিশূরে প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এ ছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড়ে। এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি জেলাতে লাল সতর্কতাও জারি করা হয়েছে।