Kashmir Attack: খবর পেলেন গোয়েন্দারা, কাশ্মীরে আরও বড় হামলার ছক জঙ্গিদের? বন্ধ করা হল ৪৮টি পর্যটন কেন্দ্র! কোন কোন জায়গা বন্ধ করা হল?

Last Updated:
Kashmir Attack: গোয়েন্দারা জানতে পেরেছেন, কিছু স্লিপার সেল কাশ্মীর উপত্যকায় সক্রিয় হয়েছে এবং পহেলগাঁও হামলার পরে তাদের অপারেশন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
1/7
ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা? পহেলগাঁওয়ের নারকীয় হত্যাকাণ্ডের পর আর কোনও ঝুঁকি নিতে চায় না ভারত। তাই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সরকার ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দিল অনির্দিষ্ট কালের জন্য। কারণ গোয়েন্দা সংস্থাগুলি গত সপ্তাহের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর আরও সন্ত্রাসী হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন।
ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা? পহেলগাঁওয়ের নারকীয় হত্যাকাণ্ডের পর আর কোনও ঝুঁকি নিতে চায় না ভারত। তাই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সরকার ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দিল অনির্দিষ্ট কালের জন্য। কারণ গোয়েন্দা সংস্থাগুলি গত সপ্তাহের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর আরও সন্ত্রাসী হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন।
advertisement
2/7
গোয়েন্দারা জানতে পেরেছেন, কিছু স্লিপার সেল কাশ্মীর উপত্যকায় সক্রিয় হয়েছে এবং পহেলগাঁও হামলার পরে তাদের অপারেশন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দারা জানতে পেরেছেন, কিছু স্লিপার সেল কাশ্মীর উপত্যকায় সক্রিয় হয়েছে এবং পহেলগাঁও হামলার পরে তাদের অপারেশন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
3/7
মঙ্গলবার মোট ৪৮টি রিসোর্ট ও পর্যটন কেন্দ্র আপাতত ভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে উপত্যকার প্রশাসন। যার জেরে পর্যটকদের পছন্দের অন্যতম কিছু জায়গা যেমন দুধপাত্রি, ভেরিনাগে সাময়িক ভাবে প্রবেশ নিষিদ্ধ।
মঙ্গলবার মোট ৪৮টি রিসোর্ট ও পর্যটন কেন্দ্র আপাতত ভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে উপত্যকার প্রশাসন। যার জেরে পর্যটকদের পছন্দের অন্যতম কিছু জায়গা যেমন দুধপাত্রি, ভেরিনাগে সাময়িক ভাবে প্রবেশ নিষিদ্ধ।
advertisement
4/7
মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা। তাছাড়া গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক-সহ অন্য যে সব পর্যটনকেন্দ্র খোলা রয়েছে, সেগুলিতেও নিরাপত্তা প্রবল ভাবে বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা। তাছাড়া গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক-সহ অন্য যে সব পর্যটনকেন্দ্র খোলা রয়েছে, সেগুলিতেও নিরাপত্তা প্রবল ভাবে বৃদ্ধি করা হয়েছে।
advertisement
5/7
গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI বিশেষ করে শ্রীনগর এবং গান্ডারবাল জেলায় বহিরাগত ব্যক্তি, সরকারি কর্মী এবং কাশ্মীরি পণ্ডিতদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে।
গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI বিশেষ করে শ্রীনগর এবং গান্ডারবাল জেলায় বহিরাগত ব্যক্তি, সরকারি কর্মী এবং কাশ্মীরি পণ্ডিতদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে।
advertisement
6/7
সূত্র অনুসারে, উত্তর, মধ্য এবং দক্ষিণ কাশ্মীর জুড়ে সক্রিয় সন্ত্রাসীরা লক্ষ্যবস্তু হত্যার পরিকল্পনা করছে, পাশাপাশি পহেলগাঁও হামলার পরে উপত্যকায় সক্রিয় সন্ত্রাসীদের বাড়ি ধ্বংসের প্রতিশোধ হিসাবে একটি বৃহত্তর হামলার পরিকল্পনা করছে।

সূত্র অনুসারে, উত্তর, মধ্য এবং দক্ষিণ কাশ্মীর জুড়ে সক্রিয় সন্ত্রাসীরা লক্ষ্যবস্তু হত্যার পরিকল্পনা করছে, পাশাপাশি পহেলগাঁও হামলার পরে উপত্যকায় সক্রিয় সন্ত্রাসীদের বাড়ি ধ্বংসের প্রতিশোধ হিসাবে একটি বৃহত্তর হামলার পরিকল্পনা করছে।
advertisement
7/7
এছাড়াও ভারতীয় রেল বা বাইরের রেলওয়ে কর্মীদের উপর হামলার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলি রেলের নিরাপত্তা কর্মীদের তাদের নির্ধারিত শিবির এবং ব্যারাকের বাইরে বেরতেও নিষেধ করেছেন।
এছাড়াও ভারতীয় রেল বা বাইরের রেলওয়ে কর্মীদের উপর হামলার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলি রেলের নিরাপত্তা কর্মীদের তাদের নির্ধারিত শিবির এবং ব্যারাকের বাইরে বেরতেও নিষেধ করেছেন।
advertisement
advertisement
advertisement