স্টেশনে নীল ড্রাম নিয়ে ঘুরছিল দুই যুবক, GRP এসে বলল 'ভিতরে কী আছে?' দেখেই অজ্ঞান কনস্টেবল

Last Updated:
কানপুর রেলওয়ে স্টেশন আর পাঁচটা দিনের মতন ব্যস্ততায় চলছিল সবকিছুই। সেই সময়েই সন্দেহজনক একটা জিনিস লক্ষ্য করেন রেলরক্ষী বাহিনী বা জিআরপি।
1/9
রেলরক্ষী বাহিনীর জওয়ানরা ওই তিনজনের কাছ থেকে চারটি মোবাইল ফোনও উদ্ধার করেছে। খুব সম্ভবত এগুলি চুরি করা হয়েছিল। শুধু তাই নয়, ওই তিন যুবক আসলে এই মোবাইল ফোন বিক্রি করতে এসেছিল। গ্রেফতারের পর জেরায় আরও অনেক ঘটনা ফাঁস হয়ে যায়। দীর্ঘদিন ধরে তাদের তল্লাশি করা হচ্ছিল বলেও জানা যায়। Representative Image
কানপুর রেলওয়ে স্টেশন আর পাঁচটা দিনের মতন ব্যস্ততায় চলছিল সবকিছুই। সেই সময়েই সন্দেহজনক একটা জিনিস লক্ষ্য করেন রেলরক্ষী বাহিনী বা জিআরপি।
advertisement
2/9
 এমনিতেই মিরাটের সৌরভ হত্যাকাণ্ডের পর থেকেই সবার মনেই নীল ড্রাম নিয়ে একটা ভয় কাজ করছিল। তাই নীল ড্রাম দেখা মাত্রই তাঁদের আটকায় জিআরপি।
এমনিতেই মিরাটের সৌরভ হত্যাকাণ্ডের পর থেকেই সবার মনেই নীল ড্রাম নিয়ে একটা ভয় কাজ করছিল। তাই নীল ড্রাম দেখা মাত্রই তাঁদের আটকায় জিআরপি।
advertisement
3/9
নয়াদিল্লি: মদ খুব খারাপ- সব জায়গাতেই বেশিরভাগ  মানুষ এই কথা বলে, কিন্তু করে তার উল্টো। মদকে হাত লাগানো মানে নিজেকে ক্ষতি করা। তা সে নিজে মদ খেয়ে নিজের ক্ষতি করুন আর কোথাও আবার প্রশাসনিক -রাজনৈতিক ব্যক্তিত্বরা নিজেদের স্বার্থে মদকে ব্যবহার করেন৷ কিন্তু তার ফল সাময়িক সময়ের জন্য ভাল হলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর ভয়ানক প্রভাব পড়ে৷ Photo- Representative 
ড্রাম খুলতেই দেখা গেল তার ভিতরে রয়েছে ভর্তি মদের বোতল। জেনে নেওয়া যাক গোটা ব্যাপারটা
advertisement
4/9
লখনউ: চারবাগ স্টেশনে টহল দিচ্ছিলেন রেল পুলিশকর্মীরা। সেই সময় প্ল্যাটফর্মে বসে থাকা একজন যাত্রীকে দেখে সন্দেহ হয়। জওয়ানরা তার কাছে গিয়ে বলেন, ব্যাগ দেখাও। ওই ব্যক্তি বলে, সাহেব, নোংরা কাপড় আছে।
মদ পাচার রোধ করার জন্য কানপুর স্টেশনে চলছিল অভিযান। হরিয়ানা থেকে বিহারে মদ পাচার হচ্ছে বলে খবর ছিল জিআরপি এবং পুলিশের কাছে। এরপরেই শুরু হয় অভিযান।
advertisement
5/9
 শুক্রবার রাতে দুই যুবককে সন্দেহজনকভাবে দেখা যায় দুটো প্লাস্টিক ড্রামে করে হরিশগঞ্জ ব্রিজের কাছে ঝাকারকাটির কুটচা রোডের পাশে ঘোরাঘুরি করছেন।
শুক্রবার রাতে দুই যুবককে সন্দেহজনকভাবে দেখা যায় দুটো প্লাস্টিক ড্রামে করে হরিশগঞ্জ ব্রিজের কাছে ঝাকারকাটির কুটচা রোডের পাশে ঘোরাঘুরি করছেন।
advertisement
6/9
 এরপরেই তাঁদের জেরা করতে শুরু করে জিআরপি। তারপরেই ঝুলি থেকে বেরিয়ে আসে বেড়াল। ড্রাম থেকে একে একে বেরিয়ে আসে মদ এবং বিয়ার।
এরপরেই তাঁদের জেরা করতে শুরু করে জিআরপি। তারপরেই ঝুলি থেকে বেরিয়ে আসে বেড়াল। ড্রাম থেকে একে একে বেরিয়ে আসে মদ এবং বিয়ার।
advertisement
7/9
মদ নিয়ে যারা কোনও কিছু করার চেষ্টা করেছেন, তার পরিণাম দুনিয়া দেখেছে। সে সাধারণ মানুষ হোক বা বড় নেতা। হ্যাঁ, মদ এমনি এমনি বদনাম নয়। মদের কারণে দিল্লি থেকে ছত্তিশগড়ের রাজনীতিতে ভূমিকম্প এসেছে। বলা হয় মদের কারণেই দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার পড়ে গেছে। এখন দিল্লি, ছত্তিশগড়ের পর ঝাড়খণ্ডে মদ কেলেঙ্কারির ভয়ানক চিত্র সামনে এসেছে৷ Photo- Representative
রিপোর্ট অনুযায়ী, তদন্তে মোট ১২টি মদের বোতল এবং ৫৮টি বিয়ারের ক্যান উদ্ধার হয়েছে।
advertisement
8/9
আসলে, মদ কেলেঙ্কারির কারণে অরবিন্দ কেজরিওয়াল জেলেও গেছেন। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এখনও সরাসরি পরিণাম দেখতে পাননি। কিন্তু তার উপরও তদন্ত সংস্থার তলোয়ার ঝুলছে। ছত্তিশগড় মদ কেলেঙ্কারির তদন্তের আঁচ তার পর্যন্ত পৌঁছেছে। ছত্তিশগড় মদ কেলেঙ্কারিতে ভূপেশ বাঘেলের সংযোগ এখনও তদন্তের আওতায় আছে। এখনও পর্যন্ত তার বিরুদ্ধে চার্জশিট ফাইল হয়নি। কিন্তু এই কেলেঙ্কারির কারণে তার ভাবমূর্তিতে দাগ লেগেছে। এখন হেমন্ত সোরেনও একই ধরনের মদ কেলেঙ্কারির তদন্তের আঁচের মুখোমুখি হতে পারেন। কারণ বিনয় কুমার চৌবে একসময় তার প্রধান সচিব ছিলেন। Photo- Representative
দুইজন অভিযুক্তের নাম হল রাজু দাস এবং হরেন্দ্র দাস। দুই অভিযুক্তই বিহারের বৈশালীর রাঘবপুরের মল্লিকপুরের বাসিন্দা। তাঁরা ট্রেনের মাধ্যমে মদ পাচার করার চেষ্টা করছিল।
advertisement
9/9
person on the platform RPF received a call from the airport they asked the man who are you surprised to know what he said পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ৩০০-র বেশি সিসিটিভি ফুটেজ স্ক্যান করে। এতে দেখা যায়, দুই সন্দেহভাজন ব্যক্তি চেন্নাই বিমানবন্দরের দিকে রওনা দিয়েছে।
এই প্রসঙ্গে জিআরপি আধিকারিক ওম নারায়ণ সিং বলেন, এই বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই তল্লাশি শুরু হয়। এরপরেই দুইজন ধরা পড়ে। বাজেয়াপ্ত মদগুলি আবগারি দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement