Job interview: 'সেদিন আপনাকে দেখে...!' ইন্টারভিউ দিয়ে গিয়ে মহিলা এইচ আর-কে কুৎসিত মেসেজ চাকরিপ্রার্থীর

Last Updated:
ওই মহিলা চাকরিপ্রার্থী আরও লিখেছেন, সাম্প্রতিক সময়ে এটাই প্রবণতা৷
1/7
ইন্টারভিউ দিতে এসে সংস্থার এইচ আর বিভাগের মহিলা কর্মীর মুখোমুখি হয়েছিলেন চাকরিপ্রার্থী৷ কিন্তু চাকরি না পেয়ে শেষ পর্যন্ত মহিলা এইচ আর-কেই কুৎসিত ইঙ্গিত করে মেসেজ পাঠালেন একাধিক পুরুষ চাকরিপ্রার্থী৷
ইন্টারভিউ দিতে এসে সংস্থার এইচ আর বিভাগের মহিলা কর্মীর মুখোমুখি হয়েছিলেন চাকরিপ্রার্থী৷ কিন্তু চাকরি না পেয়ে শেষ পর্যন্ত মহিলা এইচ আর-কেই কুৎসিত ইঙ্গিত করে মেসেজ পাঠালেন একাধিক পুরুষ চাকরিপ্রার্থী৷
advertisement
2/7
নয়ডার একটি বেসরকারি সংস্থার ওই মহিলা এইচআর আধিকারিকই বিষয়টি সমাজমাধ্যমে সামনে এনেছেন৷ ওই মহিলা আধিকারিকের দাবি, কেউ তাঁকে বলেছেন হট, কেউ আবার বলেছেন সুন্দরী!
নয়ডার একটি বেসরকারি সংস্থার ওই মহিলা এইচআর আধিকারিকই বিষয়টি সমাজমাধ্যমে সামনে এনেছেন৷ ওই মহিলা আধিকারিকের দাবি, কেউ তাঁকে বলেছেন হট, কেউ আবার বলেছেন সুন্দরী!
advertisement
3/7
মহিলা ওই এইচআর আধিকারিক চাকরিপ্রার্থীদের পাঠানো মেসেজের যে স্ক্রিনশট শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে এক চাকরিপ্রার্থী ওই মহিলা আধিকারিককে উদ্দেশ্য করে কুইঙ্গিতপূর্ণ মেসেজ করেছেন৷
মহিলা ওই এইচআর আধিকারিক চাকরিপ্রার্থীদের পাঠানো মেসেজের যে স্ক্রিনশট শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে এক চাকরিপ্রার্থী ওই মহিলা আধিকারিককে উদ্দেশ্য করে কুইঙ্গিতপূর্ণ মেসেজ করেছেন৷
advertisement
4/7
সেখানে ওই চাকরিপ্রার্থী মহিলা আধিকারিককে লিখেছেন, সেদিন আপনাকে হট লাগছিল৷ প্লিজ আমাকে উত্তর দিন৷ ওই দিন আপনাকে দেখার পর থেকে না আমার রাতের ঘুম উড়ে গিয়েছে৷
সেখানে ওই চাকরিপ্রার্থী মহিলা আধিকারিককে লিখেছেন, সেদিন আপনাকে হট লাগছিল৷ প্লিজ আমাকে উত্তর দিন৷ ওই দিন আপনাকে দেখার পর থেকে না আমার রাতের ঘুম উড়ে গিয়েছে৷
advertisement
5/7
ওই মহিলা চাকরিপ্রার্থী আরও লিখেছেন, সাম্প্রতিক সময়ে এটাই প্রবণতা৷ সফল না হলেই কিছু চাকরিপ্রার্থী নিজেদের সীমানা অতিক্রম করেন৷ রাতে অসময়ে ফোন, মেসেজ এখন রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷
ওই মহিলা চাকরিপ্রার্থী আরও লিখেছেন, সাম্প্রতিক সময়ে এটাই প্রবণতা৷ সফল না হলেই কিছু চাকরিপ্রার্থী নিজেদের সীমানা অতিক্রম করেন৷ রাতে অসময়ে ফোন, মেসেজ এখন রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷
advertisement
6/7
লিঙ্কড ইন-এ নিজের বার্তায় ওই মহিলা আধিকারিক লিখেছেন, ব্যর্থ বা প্রত্যাখ্যাত হওয়া জীবনে উন্নতির একটি ধাপ৷ বরং চাকরি না পেলেই নিজের গণ্ডি অতিক্রম করে কিছু করা নয়৷
লিঙ্কড ইন-এ নিজের বার্তায় ওই মহিলা আধিকারিক লিখেছেন, ব্যর্থ বা প্রত্যাখ্যাত হওয়া জীবনে উন্নতির একটি ধাপ৷ বরং চাকরি না পেলেই নিজের গণ্ডি অতিক্রম করে কিছু করা নয়৷
advertisement
7/7
কঠোর বার্তা দিয়ে তিনি আরও লিখেছেন, অবাঞ্ছিত আচরণের সামনেও আমি নিজের মাথা ঠান্ডা রাখছি৷ নিজের ব্যবহারও সংযত রাখছি৷ এটা আমার দুর্বলতা বলে ভাববেন না৷
কঠোর বার্তা দিয়ে তিনি আরও লিখেছেন, অবাঞ্ছিত আচরণের সামনেও আমি নিজের মাথা ঠান্ডা রাখছি৷ নিজের ব্যবহারও সংযত রাখছি৷ এটা আমার দুর্বলতা বলে ভাববেন না৷
advertisement
advertisement
advertisement