২২০০ বছরের পুরনো এই মন্দির নিজের হাতে তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণের পৌত্র!

Last Updated:
1/10
• আজ জন্মাষ্টমী ৷ দেশ জুড়ে পালিত হচ্ছে ভগবান কৃষ্ণের জন্ম উৎসব ৷ এই দিনেই দেবকীর গর্ভে নন্দরাজার ঘরে জন্মছিলেন বিষ্ণুর অষ্টম অবতার, কৃষ্ণ ৷ দেখে নেওয়া যাক, দেসের বিখ্যাত মন্দিরগুলোয় আজ কী ভাবে পালিত হচ্ছে এই উৎসব ৷
• আজ জন্মাষ্টমী ৷ দেশ জুড়ে পালিত হচ্ছে ভগবান কৃষ্ণের জন্ম উৎসব ৷ এই দিনেই দেবকীর গর্ভে নন্দরাজার ঘরে জন্মছিলেন বিষ্ণুর অষ্টম অবতার, কৃষ্ণ ৷ দেখে নেওয়া যাক, দেসের বিখ্যাত মন্দিরগুলোয় আজ কী ভাবে পালিত হচ্ছে এই উৎসব ৷
advertisement
2/10
• বাঁকে বিহারী মন্দির: বৃন্দাবনে গেলে এই বহু প্রাচীন মন্দির দেখতে ভুলবেন না ৷ মনে করা হয়, স্বামী হরিদাস এই মন্দির স্থাপন করেছিলেন ৷
• বাঁকে বিহারী মন্দির: বৃন্দাবনে গেলে এই বহু প্রাচীন মন্দির দেখতে ভুলবেন না ৷ মনে করা হয়, স্বামী হরিদাস এই মন্দির স্থাপন করেছিলেন ৷
advertisement
3/10
• জগন্নাথ ধাম: চার ধামের মধ্যে এক ধাম এই পুরীর জগন্নাথধাম ৷ চৈতন্য মহাপ্রভুই এখানে কৃষ্ণ ধারায় সূচনা করেছিলেন বলে মনে করা হয় ৷
• জগন্নাথ ধাম: চার ধামের মধ্যে এক ধাম এই পুরীর জগন্নাথধাম ৷ চৈতন্য মহাপ্রভুই এখানে কৃষ্ণ ধারায় সূচনা করেছিলেন বলে মনে করা হয় ৷
advertisement
4/10
• ইস্কন কৃষ্ণ বলরাম মন্দির: উত্তরপ্রদেশের বৃন্দাবনে এই মন্দিরেও আজ পালিত হচ্ছে জন্মাষ্ঠমীর উৎসব ৷
• ইস্কন কৃষ্ণ বলরাম মন্দির: উত্তরপ্রদেশের বৃন্দাবনে এই মন্দিরেও আজ পালিত হচ্ছে জন্মাষ্ঠমীর উৎসব ৷
advertisement
5/10
• দ্বারকাদীশ মন্দির: ২০০০-২২০০ বছরের পুরনো এই মন্দির ৷ মনে করা হয় শ্রীকৃষ্ণের পৌত্র এই মন্দির তৈরি করেছিলেন ৷
• দ্বারকাদীশ মন্দির: ২০০০-২২০০ বছরের পুরনো এই মন্দির ৷ মনে করা হয় শ্রীকৃষ্ণের পৌত্র এই মন্দির তৈরি করেছিলেন ৷
advertisement
6/10
• খাটুশ্যাম জি: রাজস্থানের শিকারে এই মন্দির রয়েছে ৷ বারবারিক ছিলেন ভীম-হিড়িম্বার পৌত্র এবং ঘটোৎকচ-মৌরভীর পুত্র ৷ মহাভারতের যুদ্ধের পর যখন বারবারিক মারা গেলেন তখন কৃষ্ণ ভবিষ্যৎবাণী করেন ৷ বলা হয়, শ্যাম নামে বারবারিক আবার কলিযুগে জন্ম নেবেন ৷ সেই শ্যামই খাটুশ্যাম নামে এখানে পূজিত হন ৷
• খাটুশ্যাম জি: রাজস্থানের শিকারে এই মন্দির রয়েছে ৷ বারবারিক ছিলেন ভীম-হিড়িম্বার পৌত্র এবং ঘটোৎকচ-মৌরভীর পুত্র ৷ মহাভারতের যুদ্ধের পর যখন বারবারিক মারা গেলেন তখন কৃষ্ণ ভবিষ্যৎবাণী করেন ৷ বলা হয়, শ্যাম নামে বারবারিক আবার কলিযুগে জন্ম নেবেন ৷ সেই শ্যামই খাটুশ্যাম নামে এখানে পূজিত হন ৷
advertisement
7/10
• রাজা গোপালস্বামী মন্দির: তামিলনাড়ুর মন্নারগুড়িতে ২৩ একর জমির উপর রয়েছে এই মন্দির ৷ এখানেও চলছে জন্মাষ্টমীর উৎসব ৷
• রাজা গোপালস্বামী মন্দির: তামিলনাড়ুর মন্নারগুড়িতে ২৩ একর জমির উপর রয়েছে এই মন্দির ৷ এখানেও চলছে জন্মাষ্টমীর উৎসব ৷
advertisement
8/10
• শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির: মনে করা হয় এটাই বৃন্দাবনের সবচেয়ে পুরনো মন্দির ৷ যমুনা নদীর পাশে পাহাড়ের ৫০ ফুট উঁচুতে দুর্দান্ত টেরাকোটা কাজ করা এই মন্দিরে আজ সকাল থেকেই মহা সমারহে চলছে উৎসব ৷
• শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির: মনে করা হয় এটাই বৃন্দাবনের সবচেয়ে পুরনো মন্দির ৷ যমুনা নদীর পাশে পাহাড়ের ৫০ ফুট উঁচুতে দুর্দান্ত টেরাকোটা কাজ করা এই মন্দিরে আজ সকাল থেকেই মহা সমারহে চলছে উৎসব ৷
advertisement
9/10
• শ্রী নাথজি মন্দির: মনে করা হয়, রাজস্থানের এই কৃষ্ণ নাথজি সাত বছরের বালক ৷ তাই এই কৃষ্ণের উচ্চতাও কম ৷ গোবর্ধনধারী রূপে এখানে পূজিত হন কৃষ্ণ ৷
• শ্রী নাথজি মন্দির: মনে করা হয়, রাজস্থানের এই কৃষ্ণ নাথজি সাত বছরের বালক ৷ তাই এই কৃষ্ণের উচ্চতাও কম ৷ গোবর্ধনধারী রূপে এখানে পূজিত হন কৃষ্ণ ৷
advertisement
10/10
• গুরুভ্যায়ুর শ্রী কৃষ্ণ মন্দির: বিষ্ণু এখানে কৃষ্ণ অবতারে পূজিত হন ৷ বাল গোপাল রূপে এখানে পুজো নেন কৃষ্ণ ৷ ৫৬টি হাতি রয়েছে এই মন্দিরে ৷
• গুরুভ্যায়ুর শ্রী কৃষ্ণ মন্দির: বিষ্ণু এখানে কৃষ্ণ অবতারে পূজিত হন ৷ বাল গোপাল রূপে এখানে পুজো নেন কৃষ্ণ ৷ ৫৬টি হাতি রয়েছে এই মন্দিরে ৷
advertisement
advertisement
advertisement