ব্রহ্মোস ছাড়া ইজরায়েল জিততে পারবে না! ভারতের ক্ষেপণাস্ত্রের জন্য কেন এত মরিয়া নেতানিয়াহু?
- Published by:Tias Banerjee
Last Updated:
ইজরায়েল নাতাঞ্জ-সহ একাধিক পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও, ইরানের ফোরডো নিউক্লিয়ার এনরিচমেন্ট সেন্টার এখনও অক্ষত। এই কেন্দ্রটি পাহাড়ের নীচে প্রায় ৫০০ মিটার গভীরে অবস্থিত, যেখানে ইজরায়েলের অস্ত্র কার্যত নিষ্ক্রিয়।
advertisement
advertisement
পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হামলা চালিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ইজরায়েলের অস্ত্রাগারে থাকা বর্তমান অস্ত্রসম্ভার দিয়ে ইরানের “ফোরডো” নিউক্লিয়ার এনরিচমেন্ট সেন্টার ধ্বংস করা সম্ভব নয়। কারণ এই কেন্দ্রটি একটি পাহাড়ের নিচে ৫০০ মিটার গভীরে অবস্থিত এবং প্রচলিত বোমা বা ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছাতে অক্ষম।
advertisement
advertisement
advertisement
advertisement
ইজরায়েলের জন্য এটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, বরং কূটনৈতিক জটিলতাও বটে। যুক্তরাষ্ট্রের কাছে GBU-57A/B MOP (Massive Ordnance Penetrator) বাংকার-বাস্টার বোমা চাইতে পারে ইজরায়েল, তবে আমেরিকার ট্রাম্প প্রশাসনের অনিশ্চিত অবস্থান এবং ইরান পরমাণু চুক্তি (JCPOA)-এর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement