Indian Girl Missing In US: অ্যারেঞ্জ ম্যারেজ করতে আমেরিকায় ভারতীয় মেয়ে, এখন কোত্থাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মার্কিন পুলিশের মাথায় হাত!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Indian Girl Missing In US: ২০ জুন আমেরিকায় পৌঁছনোর কয়েকদিনের মধ্যেই কোথায় হারিয়ে গেলেন ভারতীয় তরুণী
advertisement
সিমরন নামে ওই মহিলা ২০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছান। ভারত থেকেই সমন্ধ করে বিয়ে স্থির হয়েছিল আমেরিকায়৷ তবে, নিখোঁজ হওয়ার সূত্র ধরে এখনও পর্যন্ত তদন্তকারীরা যে তথ্য পেয়েছেন তা অত্যন্ত ভয়ঙ্কর৷ আধিকারিকদের দাবি সম্ভবত যে অ্যারেঞ্জড ম্যারেজটি স্থির হয়েছিল তাতে তিনি কখনও বিয়ে করবেন এই ইচ্ছা পোষণ করেননি বরং এই বিয়ের প্রস্তাবের সুযোগটি ব্যবহার করে আমেরিকা ঘুরে নেবেন ভেবেছিলেন৷
advertisement
লিন্ডেনওয়াল্ড পুলিশের হাতে আসা নিখোঁজ সিমরনের যে ছবি সামনে এসেছে তা একটি সিসিটিভির৷ সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল, তিনি একা দাঁড়িয়ে আছেন, তাঁর ফোনের দিকে বারবার তাকাচ্ছেন এবং কারও জন্য অপেক্ষা করছেন। নিউ ইয়র্ক পোস্টের খবর অনুসারে, কর্মকর্তারা জানিয়েছেন যে ভিডিওটিতে তাঁকে একেবারেই চিন্তিত বা উদ্বিগ্ন মনে হচ্ছে না।
advertisement
advertisement
advertisement